এক্সপ্লোর
Advertisement
এভাবেই প্রতিবাদ চালিয়ে যাব, জামিন পাওয়ায় পর বললেন তামিল কার্টুনিস্ট জি বালা
চেন্নাই: ‘আমি খুন করিনি। তাই পস্তানোর কোনও প্রশ্নই নেই। কার্টুনের মাধ্যমে সরকারের অপদার্থতা তুলে ধরার কাজ আমি চালিয়ে যাব। কেউ থামাতে পারবে না'।
আদালতে জামিন পাওয়ার পর দৃঢ়তার সঙ্গে বললেন কার্টুনিস্ট জি বালা।
গ্রেফতার হওযার ২৪ ঘন্টা পর আজ তিরুনেলভেলি জেলা আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর কার্টুন এঁকেছিলেন তিনি। এই অপরাধে গতকাল গ্রেফতার করা হয়েছিল ফ্রিল্যান্স কার্টুনিস্ট জি বালাকে। অল্পদিন আগে ঋণ শোধ করতে না পেরে সপরিবারে এক কৃষকের আত্মাহুতির কার্টুন এঁকেছিলেন তিনি।
তিরুনেলভেলিতে কালেক্টরের অফিসের সামনে মহাজনের ঋণ শোধ করতে না পেরে গায়ে আগুন দিয়ে সপরিবারে আত্মহত্যা করেন এক কৃষক। তার আগে বিষয়টি নিয়ে প্রশাসন থেকে পুলিশ- সকলের দ্বারে দ্বারে ঘোরেন তিনি।
এরপর ২৬ অক্টোবর এক ওয়েবসাইটে কার্টুনটি আপলোড করেন জি বালা।
কার্টুনে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী পালানিস্বামী, তিরুনেলভেলির ডিস্ট্রিক্ট কালেক্টর সন্দীপ নান্দুরি ও নেল্লাই শহরের পুলিশ কমিশনারকে। সামনে রাস্তায় পুড়ছে একটি শিশু। দেখুন সেই কার্টুন
এরপরেই কালেক্টর সন্দীপ নান্দুরির অভিযোগের ভিত্তিতে বালাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বক্তব্য, তিরুনেলভেলির প্রশাসনিক কর্তাদের নিয়ে বালা আপত্তিকর কার্টুন এঁকেছেন, সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। তাই কালেক্টরের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর প্রতিবাদে আজ মিছিল বার করবে চেন্নাই প্রেস ক্লাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement