এক্সপ্লোর
Advertisement
উচ্চ মূল্যের গাড়ি হ্যারিয়ার এসইউভি-তে সানরুফ অফিশিয়াল অ্যাকসেসরি হিসেবে রাখল টাটা মোটর্স
অর্থাৎ যাঁরা গাড়িটি ইতিমধ্যেই কিনেছেন, তাঁরা চাইলে শোরুম টেকনিশিয়ান দিয়ে সানরুফ গাড়িতে ফিট করিয়ে নিতে পারেন। এর দাম ৯৫,০০০ টাকা, ওয়েবাস্তো-র মত নামি সংস্থা এটি তৈরি করেছে।
নয়াদিল্লি: টাটা হ্যারিয়ারকে হাই ভ্যালু কার হিসেবে এ বছরের শুরুতে বাজারে এনেছে টাটা মোটর্স। কিন্তু কয়েকজন ক্রেতার প্রশ্ন ছিল, এত দামী গাড়িতে সানরুফ থাকা না নিয়ে। সংস্থা এবার স্পষ্ট করে দিল, হ্যারিয়ারের অফিশিয়াল অ্যাকসেসরি হিসেবে ইলেকট্রিক সানরুফ দিচ্ছে তারা।
অর্থাৎ যাঁরা গাড়িটি ইতিমধ্যেই কিনেছেন, তাঁরা চাইলে শোরুম টেকনিশিয়ান দিয়ে সানরুফ গাড়িতে ফিট করিয়ে নিতে পারেন। এর দাম ৯৫,০০০ টাকা, ওয়েবাস্তো-র মত নামি সংস্থা এটি তৈরি করেছে।
রয়েছে ম্যানুয়াল সানরুফও। দাম পড়বে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। নেক্সন গাড়ির জন্যও এমনই সানরুফ অফার করছে টাটা।
ক্রেতাদের প্রশ্নের উত্তরে আগে টাটা জানায়, নিরাপত্তার কারণে হ্যারিয়ার গাড়িতে সানরুফ দেওয়া হয়নি, যেহেতু ভারতীয়দের কোনও সাবধানতা ছাড়াই সানরুফের ফাঁক দিয়ে মাথা বার করার প্রবণতা রয়েছে। তাই প্রথমে সানরুফের বদলে একটি স্থায়ী কাঁচের ছাদ গাড়ির ওপর ফিট করতে চেয়েছিল তারা। এর ফলে যাত্রীরা বাইরে মাথা না বার করেই সানরুফ ব্যবহারের অনুভূতিটা পেতেন। বাজারে আসতে চলা হ্যারিয়ার অটোমেটিক ও সাত আসনের হ্যারিয়ার (বাজার্ড)-এ এই কাঁচের ছাদের সুবিধে মিলবে।
হ্যারিয়ার এক্সজেড-এর দাম শুরু হচ্ছে ১৬.৫৫ লাখ টাকা থেকে। আর ইলেকট্রিক সানরুফ নিতে গেলে ৯৫,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। কারখানা থেকে ফিট করা না হলেও টাটা এই সানরুফে ২ বছরের ওয়ার্যালন্টি দিচ্ছে। এর সঙ্গে বিমার সুবিধে পেতে গেলে আলাদা করে প্রিমিয়াম দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement