নোট বাতিলের পর ব্যাঙ্কে কত পুরনো টাকা জমা, করদাতাদের অনলাইনে খতিয়ে দেখতে বলল দফতর
নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার পর কে কত টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন, তা অনলাইনে খতিয়ে দেখতে করদাতাদের অনুরোধ করল আয়কর দফতর।
৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে প্রত্যেক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, তা খতিয়ে দেখছে আয়কর দফতর। এই মর্মে একটি ডেটাবেসও তৈরি করা হচ্ছে। লক্ষ্য, সেই সব করদাতাকে চিহ্নিত করা, যাঁদের আয়কর রিটার্নের সঙ্গে জমা দেওয়া অর্থের সামঞ্জস্য নেই।
সেই প্রেক্ষিতে দেশের সকল করদাতাকে দফতরের আহ্বান, নিজ নিজ অ্যাকাউন্ট একবার খতিয়ে দেখুন। তারা জানিয়েছে, যদি কেউ মনে করে থাকেন, যে তাঁদের জমা করা পুরনো নগদের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেবে গরমিল রয়েছে, তাহলে তা যেন অবিলম্বে আয়কর দফতরের নজরে আনা হয়।
আয়কর দফতরের তরফে এদিন এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, প্রত্যেক করদাতা নিজেদের অ্যাকাউন্টে করা নগদ জমার খতিয়ান এখন অনলাইনেই খতিয়ে দেখতে পারবেন। এরজন্য ওয়েবসাইটে লগ-ইন করে নিজের প্যান নম্বর দিয়ে ই-ফাইলিং পেজের ‘ক্যাশ ট্রানজাকশন ২০১৬’ –তে গেলে সেই তথ্য মিলবে। ব্যবহারকারীদের সুবিধার্থে একটি গাইডও রাখা হয়েছে।
দফতরের তরফে আরও জানানো হয়েছে, কোনও করদাতার জমা দেওয়া অর্থের সঙ্গে দফতরের তথ্য না মিললে, সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে তা পরিবর্তন করতে পারবেন। সেই সুযোগও থাকছে। ফলে, ওই ব্যক্তিকে আয়কর দফতরে হাজিরা দিতে হবে না তথ্য সংশোধনের জন্য। পাশাপাশি, যদি কোনও ব্যক্তি দেখেন যে তাঁর প্যান নম্বরের সঙ্গে অপর ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে, তাহলে তিনি অনলাইলে নিজের অভিযোগও দায়ের করতে পারবেন।