এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বয়স ৮৬ বছর! ‘দিদা হাতি’-র নাম গিনেস বুকে তুলতে শুরু প্রক্রিয়া
তিরুঅনন্তপুরম: বয়স ৮৬ বছর। আর এই বয়সের জন্যই তাঁর নাম গিনেস বুকে তোলার তোড়জোড় চলছে।
বিশ্বাস না হলেও, এটাই সত্যি। কারণ, ইনি কোনও মানুষ নন, একটি গজ। নাম দক্ষয়াণী। বর্তমানে তামিলনাড়ুর চেঙ্গালুর মহাদেব মন্দিরেই বসবাস করে এই হস্তিনী। দাবি করা হচ্ছে, এটিই সবচেয়ে বয়স্ক বন্দিদশায় থাকা জীবিত এশীয় হাতি।
জানা গিয়েছে, বুধবারই দক্ষয়াণীকে ‘গজ মুথাসি’ উপাধি দেওয়া হয়েছে। যার অর্থ দিদা হাতি। দেবাসম মন্ত্রী কড়কমপল্লি সুরেন্দ্রণ ওই নামকরণ অনুষ্ঠানের সূচনা করেন। প্রথা মেনে নামকরণ করেন রাজ্যের বনমন্ত্রী কে রাজু।
জানা গিয়েছে, ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ডকে (টিডিবি) এই হাতি দিয়েছিল ত্রিবাঙ্কুরের তৎকালীন রাজ-পরিবার। হস্তিনীর নাম যাতে গিনেস বুকে ওঠে, তার ব্যবস্থা শুরু করেছে দেবাসম। জানা গিয়েছে, ইতিমধ্যেই গিনেস কর্তৃপক্ষের কাছে এই মর্মে চিঠি দিয়েছেন টিডিবি সভাপতি প্রয়ার গোপালকৃষ্ণণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement