এক্সপ্লোর
রোল কলে সাড়া না দেওয়ায় তিন মিনিটে ৪০ চড়, দেওয়ালে পড়ুয়ার মাথা ঠুকে দিল শিক্ষিকা

লখনউ: ক্লাসে রোল কলের সময় একটু অন্যমনস্ক থাকায় শিক্ষিকার ডাকে সাড়া দিতে পারেনি পড়ুয়া। সেই দোষে তাকে তিন মিনিটে ৪০ বার থাপ্পড় মারা হল। সেখানেই শেষ নয়। পড়ুয়াকে টানতে টানতে নিয়ে গিয়ে তারপর তার মাথা পর্যন্ত দেওয়ালে ঠুকে দেয় ওই শিক্ষিকা। পুরো ঘটনাটি ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়। লখনউয়ের হেরিটেজ স্কুলে ঘটনাটি ঘটেছে। সাত বছরের পড়ুয়ার মাথায় মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। স্কুল প্রশাসনের চোখে সিসিটিভি ফুটেজ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তারা অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। পড়ুয়ার মা-বাবা শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। যদিও এখনও ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। এই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্কুলের প্রিন্সিপ্যাল এস.স্বরাজ মন্তব্য করেন, কোথাও একটা লক্ষনরেখা থাকা উচিত। শিক্ষিকারা শিশুমন নিয়ে কাজ করেন। তাঁদের কখনওই এতটা অমানবিক হওয়া উচিত নয়। বরং পড়ুয়াদের সমস্যা হলে, সেটা সমাধানের চেষ্টা করা উচিত শিক্ষকদের। প্রসঙ্গত, সিবিএসই বোর্ড ২০১৪ সালে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে একটি চিঠি লিখে পাঠিয়েছিল। সেখানে স্পষ্ট করে লেখা ছিল কোনওধরনের অমানবিক শাস্তিই গ্রহণযোগ্য নয়। এছাড়া আরটিই অ্যাক্ট, ২০০৯ অনুযায়ী শিশুদের ওপর কোনওরকমের শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতন অপরাধ বলে গণ্য হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















