এক্সপ্লোর
Advertisement
ভারত সফরে কুক, বেঙ্গালুরুতে অ্যাপ ডিজাইন ও ডেভেলাপমেন্ট সেন্টার গড়বে অ্যাপল
বেঙ্গালুরু: ভারতে লগ্নি করতে চলেছে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপেল। টেক-সিটিতে বেঙ্গালুরুতে অ্যাপ ডিজাইন ও ডেভেলপমেন্ট সেন্টার গড়তে চলেছে অ্যাপল। তাদের আইওএস প্ল্যাটফর্মের জন্য উদ্ভাবনমূলক মোবাইল অ্যাপস তৈরির ক্ষেত্রে ভারতীয় ডেভেলপারদের সাহায্য করতেই এই কেন্দ্র গড়বে টেক জায়েন্ট অ্যাপল।
সংস্থার প্রধান টিম কুকের ভারত সফর চলাকালে এই ঘোষণা করা হয়েছে। কুক গতকাল রাতেই ভারতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরইমধ্যে বেঙ্গালুরুতে অ্যাপ ডিজাইন ও ডেভেলাপমেন্ট সেন্টার গড়ার ঘোষণা করা হল। যদিও এরজন্য লগ্নির পরিমাণ কত হবে, তা জানানো হয়নি। আগামী বছরের গোড়াতেই ওই কেন্দ্র গড়ে তোলা হবে।
অ্যাপেল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে অসংখ্য ডেভেলাপার মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস (আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ-র ভিত্তি)-এর জন্য অ্যাপস তৈরি করেন। ওই ডেভেলপারদের কাছে অতিরিক্ত সুদক্ষ সহায়তা পৌঁছে দেবে সংস্থার এই উদ্যোগ। ভারতীয় ডেভেলাপরদের কাজের নকশা, গুণমাণ এবং দক্ষতার উন্নতি সাধনের কাজে সহায়ক হয়ে উঠবে ওই কেন্দ্র।
অ্যাপল জানিয়েছে, এ ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে। বেঙ্গালুরুতে কেন্দ্র গড়ার মাধ্যমে ভারতীয় ডেভেলপারা প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাবেন, যা সারা বিশ্বের তাদের উদ্ভাবনমূলক অ্যাপস তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে।
প্রত্যেক সপ্তাহে অ্যাপলের বিশেষজ্ঞরা ডেভেলপারদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের কাজের পর্যালোচনা করবেন।
ভারত সফরে পদস্থ সরকারি আধিকারিকদের পাশাপাশি টেলিকম সংস্থাগুলির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কুক। উত্পাদন ও ভারতে নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে অ্যাপেল প্রধান আলোচনা করবেন।
উল্লেখ্য, এই প্রথম আইফোন বিক্রি কমেছে। কাজেই মার্কিন এই কোম্পানি ভারতের মতো ক্রমবর্ধমান বাজারগুলির দিকে নজর দিয়েছে। এরই প্রেক্ষাপটে অ্যাপেল প্রধানের ভারত সফর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement