এক্সপ্লোর
Advertisement
রামদেবের দীক্ষা সমারোহে 'সন্ন্যাস' নেবে দুই বোন
হরিদ্বার: উত্তরাখণ্ডে যোগগুরু রামদেবের দীক্ষা সমারোহে 'সন্ন্যাস' নেবে দুই কিশোরী বোন। দীক্ষা সমারোহের শেষ দিন আগামী ২৫ মার্চ 'দীক্ষা' নেবে দুই বোন অঞ্জলি ও মীরা। দেশে এই সংস্কৃতির প্রসারের লক্ষ্যেই তাদের এই দীক্ষা গ্রহণ।
অঞ্জলি বলেছে, 'সন্ন্যাস একটা সুবিশাল শব্দ। সদাচার গড়ে তুলতে তা সাহায্য করে। যখন বাবাজী আমারে বলেন যে, আমি সন্ন্যাস নিতে পারি, তখন সংশয়ে পড়েছিলাম এই ভেবে যে, আমি কি তা পারব, না পারব না। আমার কাছে সন্ন্যাস মানে একজনের বদভ্যাস থেকে মুক্তি এবং মনে সদাচার বদ্ধমূল করে তোলা'।
অঞ্জলি আরও বলেছে, লোকে সাধারণত ২২-২৩ বছর বয়সে বিয়ে করে। এমনটা তারও পরিকল্পনা ছিল। কিন্তু পরে সে মত বদল করে এবং এই পথ থেকে ভুলেও সরে না আসার ভাবনাচিন্তা করে।
দুই বোনকে গীতা পড়তে দেখা গিয়েছে। তাদের হাজার হাজার বছরের প্রাচীন সংস্কৃতির কথা বলতে শোনা গিয়েছে, যা এখন অবলুপ্তির পথে।
মীরা বলেছে, 'আমি সবদিন হস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং দেশের জন্য কিছু একটা করতে চাই। এরইমধ্যে স্বামীজীর সঙ্গে আমার দেখা হয় এবং তিনি আমাকে এই পথ দেখান এবং তারপরই আমি বুঝতে পারি যে, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়ে দেশের ভালো করতে পারব'।
রামদেব বলেছেন, দেশের ঐক্য ও সাম্যই এই সমারোহের লক্ষ্য।
বিভিন্ন জাতি ও গোষ্ঠী, লিঙ্গ ও সংস্কৃতির ৮৫ জনকে 'দীক্ষা' দেবেন যোগগুরু। তাঁরা সবাই বেদ পড়েছেন এবং তাঁদের আচার্য্য বলা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement