এক্সপ্লোর
Advertisement
‘নীতীশের পোষা ভূত উত্যক্ত করছে’, সরকারি বাংলো ছেড়ে পালালেন লালু পুত্র তেজপ্রতাপ
পটনা: লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবের ভূত ভগবান সবেতেই প্রচুর বিশ্বাস। কপালে তিলক কেটে, রুদ্রাক্ষের মালা পরে তাঁকে যখন তখন দেখা যায়। এত গেল ভগবানের কথা। আর এবার ভূতের ভয়ে সরকারি বাংলো খালি করে চলে গেলেন তিনি।
তবে চুপচাপ যাননি অবশ্যই। যাওয়ার আগে তেজপ্রতাপ বলে গিয়েছেন, তাঁকে জ্বালাতন করতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী তাঁর বাংলোয় ভূত ছেড়ে দিয়েছেন। একটা নয়, একাধিক।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তেজ থাকতেন ৩ একর জমির ওপর ৫, দেশরত্ন মার্গের এই সরকারি বাংলোয়। মহাজোটবন্ধন সরকার পড়ে গেলে তা তাঁকে ছেড়ে দিতে বলা হয়, যাতে কোনও মন্ত্রী সেখানে থাকতে পারেন। কান দেননি তেজপ্রতাপ। উল্টে বাস্তু মেনে বাংলোয় নানা পরিবর্তন করান। দক্ষিণমুখো মূল দরজা আটকে দিয়ে উত্তরমুখো পিছনের দরজা ব্যবহার করতেন। এ নিয়ে বাবা লালুপ্রসাদ ও পড়শিরা আপত্তি করলে আবার আগের দরজা ব্যবহার করতে শুরু করেন তিনি।
কিন্তু কপালে বাংলো সুখ সইলে তো! তেজপ্রতাপ সংবাদ মাধ্যমকে ডেকে জানিয়েছেন, নীতীশ-সুশীল তাঁর জীবন নরক করে তুলতে বাংলোয় ভূত ঢুকিয়ে দিয়েছেন। তাই ভূতেরাই সেখানে থাকুক, তিনি চললেন।
সরকারপক্ষ অবশ্য বলেছে, তেজ প্রতাপ খামোখা এত ঝঞ্ঝাট পাকাচ্ছেন, ভূত কি কস্মিনকালে ভূতের ভয় পায়?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement