এক্সপ্লোর
Advertisement
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’: থিয়েটারে হামলার হুমকি তেলঙ্গানার বিজেপি বিধায়কের
হায়দরাবাদ: পাকিস্তানি শিল্পী ফওয়াদ খান ছবিতে আছেন, তাই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র পর এবার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখানোর বিরোধিতা করলেন তেলঙ্গানার এক বিজেপি বিধায়ক।রাজা সিংহ নামে ওই এমএলএ হুঙ্কার দিয়েছেন, কর্ণ জোহরের ছবিটি তেলঙ্গানায় যেসব থিয়েটারে দেখানো হবে, সেখানেই ‘হামলা করা হবে’। শুরু হবে তাঁর নিজের কেন্দ্র গোসামাল থেকে।
তিনি বলেছেন, আমার মত হল, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জনগণ যে ফুঁসছেন, সেটা ওদের যেমন ভাবে সম্ভব, বুঝিয়ে দিতে হবে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে ইন্ধন দেয় পাকিস্তান। তাই ভারতজুড়ে তীব্র পাকিস্তান-বিরোধী হাওয়া উঠেছে।
পাকিস্তানের কলাকুশলীরা নিজেদের দেশকে যে কর দেন, তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়কটি।
কর্ণ জোহরকেও তাঁর পরামর্শ, ভারতেও তো কত প্রতিভাবান শিল্পী আছেন, জানা উচিত আপনার।
‘পাকিস্তানের পাশে থাকায় চিনের বিরুদ্ধেও তিনি প্রচার করছেন’ বলে জানান বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, অতীতে রাজা সিংহ শিরোনামে এসেছিলেন এখানে প্রস্তাবিত গোমাংস উত্সবের তুমুল বিরোধিতা করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement