এক্সপ্লোর
মহিলা হোম গার্ডকে দিয়ে মাসাজ, ভিডিও ভাইরাল, সাসপেন্ড তেলেঙ্গানার পুলিশ অফিসার

হায়দরাবাদ: বেঞ্চের ওপর গেঞ্জি পরে উপুড় হয়ে টানটান শুয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আর তাঁকে মাসাজ করছেন খাকি শাড়ি পরা এক মহিলা পুলিশকর্মী। তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এক পুলিশ স্টেশনের এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন। খারাপ আচরণের জন্য অভিযুক্ত এএসআই হাসানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন হায়দরাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম স্টিফেন রবীন্দ্র। ওই এএসআইয়ের নাম হাসান। জেলা সদর দফতরে আর্মড রিজার্ভ ইউনিটে রয়েছেন তিনি। অভিযোগ, পুরুষের ব্যারাকে বেঞ্চে শুয়ে এক মহিলা হোম গার্ডকে দিয়ে মাসাজ নিয়েছেন তিনি। জানা গিয়েছে, হাসান নিজেও স্বীকার করেছেন অভিযোগের সত্যতা। ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় এসপি বিজয় কুমার এএসপি ভাস্করকে নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দিতে। অল্পদিন আগে এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছিল, হায়দরাবাদের সরুরনগরে এস লিঙ্গাইয়া নামে জনৈক ইনস্পেক্টর হোম গার্ডের থেকে মাসাজ নিচ্ছেন। লিঙ্গাইয়াকে সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















