কর্নাটক ভোট: চামুণ্ডেশ্বরীতে হার, বাদামিতে কোনওমতে জিতলেন সিদ্দারামাইয়া
বেঙ্গালুরু: কর্নাটকের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হল সিদ্দারামাইয়া সহ কংগ্রেসের ১০ মন্ত্রীর।
প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ায় ধরাশায়ী কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়া। সদ্যসমাপ্ত নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। একটি মহীশূরের চামুণ্ডেশ্বরী, অন্যটি উত্তর কর্নাটকের বাদামি। এদিন ফল প্রকাশ হতেই দেখা যায় চামুণ্ডেশ্বরীতে জেডিএস প্রার্থী জি টি দেবগৌড়ার কাছে তিনি ৩৬,০৪২ ভোটের ব্যবধানে হেরেছেন। যদিও, কোনওমতে বাদামিতে জিতে গিয়েছেন সিদ্দারামাইয়া। তাঁর জয়ের ব্যবধান ১,৬৯৬ ভোট। এদিন গণনার প্রথমদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বি শ্রীরামুলুর থেকে পিছিয়ে ছিলেন তিনি। পরে, অত্যন্ত অল্প ব্যবধানে জেতেন তিনি।
সিদ্দারামাইয়া ছাড়াও হেরেছেন একাধিক কং-মন্ত্রী। নাসরিপুরায় জেডিএস প্রার্থী এম অশ্বিন কুমারের কাছে হেরেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী এই সি মহাদেবাপ্পা। দক্ষিণ কন্নড়ের বান্তোয়ালে বিজেপির ইউ রাজেশ নায়েকের কাছে হেরেছেন কংগ্রেসের রমানাথ রাই। হোলালকেরেতে বিজেপির এম চন্দ্রাপ্পার কাছে হারতে হয়েছে কংগ্রেসের এইচ অঞ্জনেয়া।
সেদামে বিজেপি প্রার্থী রাজকুমার পাতিলের কাছে হেরেছেন কংগ্রেস প্রার্থী শরণপ্রকাশ রুদ্রাপ্পা। দাভানাগেরেতে বিজেপির এ রবীন্দ্রনাথের কাছে হেরেছেন কং প্রার্থী এস এস মল্লিকার্জুন। সাগরে বিজেপি প্রার্থী এইচ হলাপ্পার কাছে হেরেছেন কাগোদু থিনাপ্পা। ইয়েলবুর্গায় বিজেপি প্রার্থী চার হলাপ্পা বাসবের কাছে হেরেছেন বাসবরাজ রয়ারেড্ডি। হাভেরিতে বিজেপি প্রার্থী নেহারু ওলেকরের কাছে হেরেছেন রুদ্রাপ্পা লামানি। আবার, উডিপিতে বিজেপির রঘুপতি রাজের কাছে হারতে হয়েছে প্রমোদ মধোয়ারাজকে।