এক্সপ্লোর
Advertisement
খাবার, তোয়ালে, বালিশ মিলবে না, সোস্যাল ডিস্ট্য়ান্সিং বিধি মেনে সফর: অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের আগে যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন
নতুন নির্দেশিকা অনুসারে, আপাতত ১৫ জোড়া ট্রেন (৩০ ফিরতি যাত্রা) দিয়ে পরিষেবা শুরু হচ্ছে এবং বিশেষ ট্রেন হিসেবে এই ট্রেনগুলি চালানো হবে। টিকিট বুকিং আজ থেকে শুরু হচ্ছে।
নয়াদিল্লি: প্রায় দুই মাসের লকডাউনের পর রেল ট্রেন টিকিট বুকিং ও মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানিয়েছে। নতুন নির্দেশিকা অনুসারে, আপাতত ১৫ জোড়া ট্রেন (৩০ ফিরতি যাত্রা) দিয়ে পরিষেবা শুরু হচ্ছে এবং বিশেষ ট্রেন হিসেবে এই ট্রেনগুলি চালানো হবে। টিকিট বুকিং আজ থেকে শুরু হচ্ছে। যাত্রা করতে চাইলে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে যাত্রীদের-
- বুকিং শুরু আজ থেকে (প্রযুক্তিগত সমস্যার কারণে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দেরি হয়েছে। টিকিট বুকিং শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটে থেকে। প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রীরা সন্ধে ছয়টা থেকে টিকিট বুকিং করতে পারবেন।)
- এখন ১৫ জোড়া ট্রেন চলবে। এই ট্রেনগুলি হল-নয়াদিল্লি থেকে হাওড়া, এছাড়াও নয়াদিল্লি থেকে ডিব্রুগড়,আগরতলা, পটনা, বিলাসপুর, রাঁচি, ভূবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু-তওয়াই পর্যন্ত ট্রেন চলবে।
- বুকিং শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট https://www.irctc.co.in/-এর মাধ্যমেই করা যাবে। প্ল্যাটফর্ম টিকিট সহ কোনও টিকিটই রেল স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে না। সমস্ত কাউন্টার বন্ধই থাকবে।
- কোনও তত্কাল বুকিংও থাকছে না।
- বৈধ ও নিশ্চিত টিকিট থাকল তবেই রেল স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
- ট্রেন ছাড়ার ৯০মিনিট আগে স্টেশনে ঢুকতে হবে। সোস্যাল ডিস্ট্যান্সিং বিধি মেনে ট্রেনে উঠতে হবে।
- খাবারের ব্যবস্থা যাত্রীদেরই করতে হবে।
- তবে শুকনো খাবার, জলের বোতল কিনে নেওয়া যাবে।
- ফেস মাস্কের মতো সুরক্ষামূলক ব্যবস্থা যাত্রীদের জন্য বাধ্যতামূলক। যাত্রা শুরুর আগে তাঁদের স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং শুধুমাত্র লক্ষ্মণহীন রোগীদেরই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে।
- ট্রেনের প্রত্যেকটি কোচ হবে শীতাতপ নিয়ন্ত্রিত ও ভাড়া রাজধানী এক্সপ্রেসের সমতুল। সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বল্প সংখ্যক যাত্রী যেতে পারবেন।
- এসি থ্রি টায়ার কোচ- ৫২ যাত্রীর অনুমতি
- এসি টু-টায়ারে ৪৮ যাত্রীর অনুমতি
- ট্রেনগুলি স্টপেজও থাকবে একেবারেই হাতে গোনা।
- সংবাদসংস্থার খবর অনুসারে, কোনও ব্ল্যাঙ্কেট বা চাদর দেওয়া হবে না। বালিশও নয়। ট্রেনের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ ব্যবস্থা অনুসরণ করা হবে এবং সাধারণ সীমার থেকে বেশি রাখা হবে তাপমাত্রা। যত বেশি সম্ভব টাটকা বাতাস চলাচলের বিষয়টি নিশ্চিত করা হবে।
- গন্তব্যে পৌঁছনোর পর যাত্রীদের সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যবিধি অনুসারে নির্দেশ পালন করতে হবে।
যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রকও। তাতে বলা হয়েছে, শুধুমাত্র আইআরসিটিসি -র ওয়েবসাইট বা মোবাইল ফোনের অ্যাপের সাহায্যে টিকিট কেনা যাবে। সর্বোচ্চ ৭ দিন আগে টিকিট সংরক্ষণ করা যাবে।
আরএসি বা ওয়েটিং লিস্টে টিকিট কাটা যাবে না।
টিকিট বাতিল করতে হলে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে করতে হবে।
টিকিট বাতিলের ক্ষেত্রে ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement