এবার মহারাষ্ট্রের খরা-কবলিত ডোঞ্জা গ্রাম দত্তক নিলেন সচিন
নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের পুত্তমরাজু কান্দ্রিগা গ্রামের বাসিন্দাদের জীবনে রূপান্তর আনার পর এবার আরেকটি গ্রামকে দত্তক নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনার আওতায় মহারাষ্ট্রের ওসমানাবাদে ডোঞ্জা গ্রামকে দত্তক নিতে চলেছেন রাজ্যসভার এই সাংসদ। ইতিমধ্যেই ডোঞ্জার উন্নয়নে সাংসদ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুমোদনও করেছেন তিনি।
ওই টাকায় ডোঞ্জায় একটি নতুন স্কুল গড়া হবে। পাশাপাশি, পানীয় জল প্রকল্প, কংক্রিটের রাস্তা এবং নতুন নিকাশি ব্যবস্থাও হবে। জানা গিয়েছে, এর মধ্যে গ্রাম পর্যায়ে পাঁচটি বৈঠকও হয়ে গিয়েছে। ওই বৈঠকে গ্রামের মহিলারাও অংশ নেন।
গত বছরই সচিন জানিয়েছিলেন, নেল্লোরের পুত্তমরাজুর পর তিনি ডোঞ্জাকে দত্তক নেবেন। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে অনাবৃষ্টির ফলে, ডোঞ্জা সহ গোটা ওসমানাবাদে খরা-পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পানীয় জলের তীব্র সঙ্কট তৈরি হয়েছে। তাই সচিন প্রথম থেকেই পানীয় জলের সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছেন।