এক্সপ্লোর
হাসপাতালে এক্স-রে মেশিন, ডায়ালিসিস ইউনিটের জন্য সাংসদ তহবিলের ২৫ লক্ষ টাকা দিলেন সচিন

কোচি: ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর প্রায় আড়াই দশক ধরে ভারতীয় ক্রিকেট দলের ভরসা ছিলেন। সাংসদ সচিনও নিজের কাজটা ভালভাবেই করে চলেছেন। এর্নাকুলামের একটি সরকারি হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে মেশিন কেনা এবং ডায়ালিসিস ইউনিট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন সচিন। স্থানীয় বিধায়ক হাইবি ইডেন এই অর্থ দেওয়ার জন্য সচিনকে অনুরোধ করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। বিধায়ক জানিয়েছেন, এর্নাকুলামের জেলাশাসককে চিঠি দিয়ে ৭৫ দিনের মধ্যে হাসপাতালে এক্স-রে মেশিন কেনা এবং ডায়ালিসিস ইউনিট তৈরির জন্য প্রযুক্তিগত, আর্থিক ও প্রশাসনিক অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন সচিন। সাংসদ তহবিলের অর্থে হওয়া এই প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে তাঁকে অবহিত করারও অনুরোধ জানিয়েছেন সচিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















