এক্সপ্লোর
Advertisement
সন্ত্রাসবাদ বিশ্বের সবচেয়ে গুরুতর বিপদ, দাবি প্রধানমন্ত্রীর
মাপুতো (মোজাম্বিক): মোজাম্বিক সফরে গিয়ে সন্ত্রাসবাদকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিপদ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, ভারত ও মোজাম্বিক, দু দেশই সন্ত্রাসের শিকার। সেই কারণে দু দেশই নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত ও মোজাম্বিক।
এদিন মোজাম্বিক পৌঁছে সেদেশের প্রেসিডেন্ট ফিলিপে নিউসির সঙ্গে বৈঠক করেন মোদি। সেই বৈঠকে তিনটি চুক্তিতে স্বাক্ষর করেন দুই রাষ্ট্রপ্রধান। এই চুক্তির একটি হল ডাল আমদানি সংক্রান্ত দীর্ঘমেয়াদী চুক্তি। ভারতে ডালের অভাব দূর করা এবং দাম কমাতে এবার মোজাম্বিক থেকে ডাল আমদানি করা হবে।
যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতকে মোজাম্বিকের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য সহযোগী বলে উল্লেখ করে মোদি বলেছেন, মোজাম্বিকে এইডসের ওষুধ সহ প্রয়োজনীয় নানা ওষুধ রফতানি করবে ভারত। মোজাম্বিকের জনস্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে সাহায্য করবে ভারত। এছাড়া এদেশের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা এবং উন্নতির প্রতিটি ক্ষেত্রে পায়ে পা মিলিয়ে চলবে ভারত।
মোজাম্বিকের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর জোর দিতে চাইছেন মোদি। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ নিরাপত্তা, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং দক্ষতা বাড়ানো। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও দু দেশ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তিনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন সন্ত্রাস দমনের উপর।
সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশনে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালেও ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশে জঙ্গিদের বাড়বাড়ন্ত ভারতকেও চাপে ফেলে দিয়েছে। ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গিয়েছে। সেই কারণেই মোজাম্বিকে গিয়েও সন্ত্রাসবাদ দমনের পক্ষে সওয়াল করেছেন মোদি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement