করতালির কম্পনে ধ্বংস হবে করোনা! ভাইরাল হওয়া এই তথ্য ভুয়ো, জানাল পিআইবি
করতালিতে তৈরি কম্পন কোনওভাবেই করোনা ধংস করবে না।
নয়াদিল্লি: গত বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন, ২২ তারিখ রবিবার দেশবাসী ‘জনতা কার্ফু’ পালন করবে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতবাসী নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দি রাখবে। এই আহ্বনের সঙ্গেই করোনা মোকাবিলায় লড়াই করা প্রতিটি ‘সৈনিক’-এর প্রতি কৃতজ্ঞতা জানাতে বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য থালা, বাসন, ঘণ্টা ও হাততালি দেওয়ার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর এই ভাষণের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক মেসেজ।
‘জনতা কার্ফু’-র কথা কেন বললেন নরেন্দ্র মোদি? তাহলে কি রবিবার থেকেই দেশ লকডাউন হবে? কেনই বা বললেন থালা, বাটি, বাসন বাজিয়ে কৃতজ্ঞতা জানাতে? এমনও অনেক তথ্য হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় করতালির কম্পনে ধ্বংস হবে কোভিড-১৯ ভাইরাস। এদিন প্রেস ইনফরমেশন ব্যুরোর ‘ফ্যাক্ট চেক’ টিমের পক্ষ থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, ‘এই তথ্য ভুল, সর্বৈব মিথ্যা’।
NO ! The vibration generated by clapping together will NOT destroy #Coronavirus infection#PIBFactCheck: The #JantaCurfew clapping initiative at 5pm is to express gratitude towards the Emergency staff working selflessly to counter #coronavirusinindia #Covid19India pic.twitter.com/WHfK4guxys
— PIB Fact Check (@PIBFactCheck) March 22, 2020
করতালিতে তৈরি কম্পন কোনওভাবেই করোনা ধ্বংস করবে না। ‘জনতা কার্ফু’-র দিনে ৫ মিনিট সেই সমস্ত কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানানোর কথা বলা হয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সহ জরুরি পরিষেবায় কর্মরত সমস্ত পেশার কর্মীদের কৃতজ্ঞতা জানানোর কথা বলেন প্রধানমন্ত্রী। সেইমতো আজ সেই আহ্বানে সাড়া দিতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। প্রধানমন্ত্রীদের আহ্বানে সাড়া দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো মহাতারকারা।
At 5 PM on 22nd March 2020, the day of the Janata Curfew, I have a special request. Will you all help? #IndiaFightsCorona pic.twitter.com/Qi63adPUJh
— Narendra Modi (@narendramodi) March 19, 2020