এক্সপ্লোর
গুগল-এ ৪০ লক্ষ টাকা বেতনের চাকরি পেলেন মোহালির তরুণী বন্যা জাউহাল

চণ্ডীগড়: কঠোর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। সেকথা আরও একবার সত্যি প্রমাণ করে দিলেন মোহালির বাসিন্দা বন্যা জাউহাল। তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল-এ ৪০ লক্ষ টাকার বেতনের চাকরি পেলেন বন্যা। ২০১০ সালে শ্যামরক সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পাশ করেন বন্যা। গুগল-এর সিডনি অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে ৪০ লক্ষ টাকা বেতনে যোগ দিচ্ছেন তরুণী। নিজের বাবা-মা এবং শিক্ষকদেরই এই সাফল্যের জন্যে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যা। ২০১০ সালে শ্যামরক থেকে টপার হিসেবে পাস করেছিলেন বন্যা। তারপর আইআইটি হায়দরাবাদে যোগ দেন । সেখান থেকে এবছরই পাস করেন বন্যা। তবে তিনি পাশ করার আগেই গুগলে চাকরি পেয়ে যান। বন্যার মা সাংবাদিকতা করেন, এবং বন্যার বাবা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















