এক্সপ্লোর
Advertisement
জন্মের সময় ওজন ছিল ৬৫০ গ্রাম, একটি মোবাইলের সমান, চিকিত্সকদের চেষ্টায় এখন শিশুটি সুস্থ
নালগোন্ডা, তেলঙ্গানা: নির্ধারিত সময়ের তিন মাস আগে জন্মে যায় তেলঙ্গানার নালগোন্ডার ছোট্ট রিশিতা। জন্মের সময় তার ওজন ছিল একটি মোবাইল ফোনের সমান, মাত্র ৬৫০ গ্রাম। অন্তত রিশিতার চিকিৎসকদের এমনই দাবি। এতটা প্রিম্যাচিওর এবং কম ওজনের বাচ্চাকে বাঁচানো সত্যিই কঠিন ছিল। কিন্তু সেই চমত্কারটা করে দেখিয়ে দিলেন তেলঙ্গানারই চিকিৎসকদের একটি দল। পাঁচ মাস বাদে শিশুটি এখন একেবারে সুস্থ এবং আড়াই কেজি ওজনের, এবং বাড়ি যাওয়ার জন্যে তৈরি, দাবি চিকিৎসকদের।
রিশিতার চিকিৎসক, ডক্টর দামেরা ইয়াদাইআ দাবি করেছেন, প্রথমে তিনি যখন রিশিতাকে দেখেছিলেন, তখন তাঁর মনে হয়ে ছিল এই শিশুকে বাঁচানো অসম্ভব। নিজের হাসপাতালে ভর্তি করতেও রাজি ছিলেন না চিকিৎসক। কিন্তু শিশুটিকে বাঁচিয়ে কার্যত এক অলৌকিক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন চিকিৎসক দামেরা এবং তার জন্যে তিনি যথেষ্ট গর্বিতও।
যে চিকিৎসক রিশিতার দেখাশোনা করেছেন, তিনি জানান তাঁদের হাসপাতালে ১.২ কেজি ওজনের কম শিশু এলে তাদের ভর্তি নেওয়া হয় না। কিন্তু রিশিতার বাবা-মা অর্থনৈতিকভাবে দুর্বল এবং সে মেয়ে, তাই তাঁদের ফিরিয়ে দিতে পারেননি চিকিৎসক দামেরা। তাঁর মনে হয়েছিল হয়তো রিশিতার কোনও চিকিৎসাই করাবে না তাঁর বাবা-মা।
প্রসঙ্গত চিকিৎসক, নার্স সকলের ঐকান্তিক চেষ্টাতেই আজ ছোট্ট রিশিতা হাসছে এবং সম্পূর্ণভাবে সুস্থ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement