এক্সপ্লোর
ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করতে রাজস্থানের গ্রামের নামকরণ হবে ট্রাম্পের নামে

নয়াদিল্লি: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় ও অটুট করতে, এবার রাজস্থানের একটি গ্রামের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে করার সিদ্ধান্ত নিলেন এক সমাজকর্মী এবং সমাজতত্ত্ববিদ। সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং প্রধান বিন্দেশ্বর পাঠক ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রাজস্থানের মেওয়াট এলাকার এক গ্রামের নাম বদলে হবে ট্রাম্প ভিলেজ। শুধু গ্রামের নামই পরিবর্তন করা হবে না, বদলে যাবে সেই গ্রামের শৌচালয় ব্যবস্থা। সাফাই অভিযানকে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। আর ভারতের গ্রামে তাঁর এই লক্ষ্য পূরণের জন্যে তিনি মার্কিনবাসী প্রবাসী ভারতীয়দের থেকে নানা ধরনের সাহায্যও চেয়েছেন। তাঁর দাবি উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে রাজস্থানের ওই গ্রামে শৌচালয় নির্মাণ করতে লাগবে ২৫ থেকে ৫০০ ডলার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















