এক্সপ্লোর
গোপ্রেমীরা ভাবাবেগে চরম আঘাত লাগলেও হিংসার রাস্তায় হাঁটে না, বললেন ভাগবত

জয়পুর: সাম্প্রতিক কালে গোরক্ষকদের বিরুদ্ধে দেশের নানা প্রান্ত থেকে গোরক্ষার নামে বাড়াবাড়ি, হিংসা ছড়ানোর অভিযোগ উঠলেও গোভক্তরা হিংসার রাস্তায় হাঁটে না বলে দাবি মোহন ভাগবতের। কয়েকদিনের রাজস্থান সফরে আসা আরএসএস প্রধান এক অনু্ষ্ঠানে জনৈক স্বেচ্ছাসেবকের প্রশ্নের জবাবে গোপালনে দেশ আর্থিক দিক থেকে লাভবান হয় বলে জানান। সেইসঙ্গে বলেন, যারা গোরুকে শ্রদ্ধা-ভক্তি করে, নিজেদের ভাবাবেগে গভীর আঘাত লাগলেও তারা হিংসার পথে পা বাড়ায় না। দেশে চিনে তৈরি পণ্যের ব্যবসা নিয়েও নানা মহলের আপত্তি রয়েছে। সে প্রসঙ্গে সঙ্ঘ প্রধান স্বদেশীর পক্ষে মত প্রকাশ করে বলেন, ক্ষুদ্র কুটীর শিল্পে নির্মিত পণ্যসামগ্রী ব্যবহার করাই এর উদ্দেশ্য। স্বদেশী পণ্যের ব্যবহার হলে দেশের মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়া স্বদেশী সামগ্রীর ব্যবহারে দেশবাসীর মনে একরকম অহঙ্কার, গর্বও হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের






















