এক্সপ্লোর
যারা পাথর ছুঁড়ছে তাদের বদলে অরুন্ধতী রায়কে সেনার জিপে বাঁধা হোক, পরেশ রাওয়ালের ট্যুইটে বিতর্ক
![যারা পাথর ছুঁড়ছে তাদের বদলে অরুন্ধতী রায়কে সেনার জিপে বাঁধা হোক, পরেশ রাওয়ালের ট্যুইটে বিতর্ক Tie Arundhati Roy To Army Jeep Paresh Rawal Kicks Up A Storm On Twitter যারা পাথর ছুঁড়ছে তাদের বদলে অরুন্ধতী রায়কে সেনার জিপে বাঁধা হোক, পরেশ রাওয়ালের ট্যুইটে বিতর্ক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/22130943/paresh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কিছুদিন আগে কাশ্মীরে যেভাবে এক যুবককে সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে রাখা হয়েছিল, লেখিকা অরুন্ধতী রায়কেও সেভাবেই বেঁধে রাখা উচিত বলে মন্তব্য করলেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। তিনি ট্যুইট করে বলেছেন, পাথর ছোঁড়া যুবকদের বদলে সেনা জিপের সঙ্গে অরুন্ধতী রায়কে বাঁধা হোক। তবে কোন প্রসঙ্গে পরেশ এই মন্তব্য করেছেন, সেটা স্পষ্ট নয়।
Instead of tying stone pelter on the army jeep tie Arundhati Roy !
— Paresh Rawal (@SirPareshRawal) May 21, 2017
গত মাসে কাশ্মীরে একটি সেনা জিপের সামনে ঢাল হিসেবে এক যুবককে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছিল। দেশজুড়ে এর সমালোচনা শুরু হয়। এক মেজরের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত শুরু করে। সেই ঘটনার কথাই উল্লেখ করে অরুন্ধতীকে আক্রমণ করেছেন পরেশ। তবে একজন সাংসদ হয়ে তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই দাবি, এই মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়াতে চাইছেন পরেশ। কয়েকজন অবশ্য বিজেপি সাংসদের এই মন্তব্যকে সমর্থন করেছেন। তাঁরা আরও কয়েকজনকে জিপের সঙ্গে বাঁধার প্রস্তাব দিয়েছেন। এক মহিলা সাংবাদিককেও আক্রমণ করা হয়েছে। সেই মন্তব্য সমর্থন করেছেন পরেশ।
We have a wide variety of choices ! https://t.co/rpciWyhLha
— Paresh Rawal (@SirPareshRawal) May 21, 2017
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ প্রসঙ্গে বুকার পুরস্কার জেতা অরুন্ধতীর নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেছেন এই লেখিকা। সেই কারণেই বিজেপি নেতাদের রোষের মুখে পড়েছেন অরুন্ধতী। তিনি অবশ্য ট্যুইটার ব্যবহার করেন না। ফলে এখনও পর্যন্ত পরেশের এই মন্তব্যের জবাব দেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)