এক্সপ্লোর
Advertisement
১৪০ কোটির ক্ষতি, তিরুপতির লাড্ডু টিটিডি-র কাছে আর মোটেই তেমন মিষ্টি নয়!
তিরুপতি: তিরুপতির মন্দিরের লাড্ডু, অনবদ্য তার স্বাদ। সেই লাড্ডুর স্বাদ নিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মন্দিরে আসছেন। কথায় আছে বিশ্বের অন্যতম ধনী দেবতা তিরুপতির মন্দিরের ভগবান ভেঙ্কটেশ্বর। সেই দেবতার প্রসাদ হিসেবেই পাওয়া যায় এই লাড্ডু। লাড্ডু তৈরি করে তিরুমালা তিরুপতি দেবসথানাম বা টিটিডি। কিন্তু গত তিন বছরে বিনামূল্যে ও কম দামে লাড্ডু দিতে গিয়ে এই সংস্থার প্রায় ১৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এই অসাধারণ লাড্ডুর প্রত্যেক পিসের বাজারমূল্য হওয়া উচিত্ ৩২ টাকা ৫০ পয়সা। অথচ সেটা কমিয়ে প্রতি পিস ২৫ টাকায় গত এগারো বছর ধরে বিক্রি করছে টিটিডি। এই লাড্ডুর চাহিদা বিশাল। ২০১৬ সালে প্রায় দশ কোটি লাড্ডু বানানো হয়েছিল।
টিটিডি-র তরফে দাবি করা হয়েছে মূলত যাঁরা দেবতা দর্শনে গিয়ে বিভিন্ন ধরনের মূল্য দেন, তাঁদের নানা রকমভাবে দাম কমিয়ে এই লাড্ডু দেওয়া হয়। যেমন যাঁরা বিনামূল্যে দর্শনে যান এবং দীর্ঘক্ষন লাইন দিয়ে অপেক্ষা করেন তাঁদের প্রতি পিস লাড্ডু দশ টাকা করে দেওয়া হয়। এর জেরে প্রায় ২৩ কোটির ক্ষতি হয়েছে টিটিডি-র।
এছাড়া যাঁরা পায়ে হেঁটে এগারো কিমি পথ ট্রেক করে দেবতার পাদদেশে পৌঁছন তাঁদের বিনামূল্যে একটি করে লাড্ডু দেওয়ার ঐতিহ্য আছে। এরফলে আরও ২২.০৭ কোটির ক্ষতি হয়েছে প্রস্তুতকারক সংস্থার। মূলত প্রতিবছর প্রায় ৭০ লক্ষ ভক্ত ট্রেক করে তিরুপতির মন্দির পৌঁছয়।
এছাড়া যাঁরা তিনশো ও পাঁচশো টাকা দিয়ে দেবতা দর্শন করেন, তাঁদেরও দুটি করে লাড্ডু ফ্রি দেওয়ার রীতি আছে। তবে এত পরিমাণ ক্ষতির পরও লাড্ডুর দাম বাড়ানোর কোনও ইচ্ছে নেই টিটিডির। বরং তাঁরা ভাবনা চিন্তা করছেন ফ্রি লাড্ডু বিতরণের সংখ্যা কিছুটা কমানোর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement