তামিলনাড়ু: বাতিল নোটে ২৪৬ কোটি জমা দিয়ে বিপাকে ব্যবসায়ী, কেন্দ্রের প্রকল্পে ৪৫ শতাংশ কর দিয়ে রেহাই
চেন্নাই: কেন্দ্রের নোট বাতিলের পর ব্যাঙ্কে বাতিল নোটে ২৪৬ কোটি টাকা নগদে জমা দিয়ে বিপাকে তামিলনাড়ুর নমক্কল জেলার তিরুচেনগোড়ের এক ব্যবসায়ী।
খবরে প্রকাশ, টাকা জমা পড়ার পর টানা ১৫ দিন ওই ব্যবসায়ীর ওপর নজর রেখেছিলেন আয়কর আধিকারিকরা। জানা গিয়েছে, তিনি গা-ঢাকা দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি। আখেরে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (পিএমজিকেওয়াই) প্রকল্পের আওতায় ৪৫ শতাংশ টাকা কর হিসেবে দিতে রাজি হয়েছেন তিনি।
এদিকে, আয়কর সূত্রে খবর, নোট বাতিলের পর তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রায় ২০০ জন ব্যক্তি ও সংস্থা ব্যাঙ্কে ৬০০ কোটির ওপর কালো টাকা জমা দিয়েছে। এদের অধিকাংশ পিএমজিকেওয়াই প্রকল্পের আওতায় স্বেচ্ছায় আসতে রাজি হয়েছে।
এই প্রকল্প অনুযায়ী, যে কোনও ব্যক্তি বা সংস্থা কালো টাকা স্বেচ্ছায় ঘোষণা করে তা ব্যাঙ্কে জমা দিতে পারে। জমা পড়া টাকার ৫০ শতাংশ কর হিসেবে কাটা যাবে। বাকি টাকার ২৫ শতাংশ চার বছরের জন্য বিনা সুদে সরকারের ঘরে জমা থাকবে। অবশিষ্ট ২৫ শতাংশ করদাতার কাছে থাকবে।
তবে, আর্থিক তছরুপ বা অপরাধমূলক কার্যকলাপে প্রাপ্ত অর্থ এই প্রকল্পে গৃহীত যাবে না।