এক্সপ্লোর
Advertisement
নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন ট্রেনের চালক
ফিরোজপুর: প্রত্যেকের কাছেই নিজের জীবন খুবই গুরুত্বপূর্ণ। অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু এমনই করে দেখালেন লোকো পাইলট ড্রাইডার বিকাশ কুমার। পঞ্জাবের ফিরোজপুর জেলায় গতকাল একটি প্রহরীহীন লেবেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ফিরোজপুরের ফাজিলকাগামী একটি ট্রাক দ্রুত গতিতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা মারে। তার আগে দ্রুতগতিতে ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে দুর্ঘটনা ঠেকাতে এমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনটির চালক বিকাশ কুমার। উত্তর রেলওয়ের মুখপাত্র নীরজ শর্মা বলেছেন, চাইলে ট্রেন থেকে ঝাঁপ মেরে নিজের প্রাণরক্ষা করতে পারতেন বিকাশ কুমার। কিন্তু তিনি অপরিসীম সাহসিকতার পরিচয় দিয়ে দুর্ঘটনা এড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন। শেষপর্যন্ত ট্রেনের এমার্জেন্সি ব্রেক চেপে রাখেন।
ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে ঢুকে যায়। ট্রাকের চালক ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু ট্রেনের চালক মারা যান। ট্রেনের যাত্রীরা রক্ষা পান।
শর্মা জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রহরীহীন লেবেল ক্রসিং-এর অস্থায়ী গেটম্যান গুরদেব সিংহর অভিযোগ, তিনি রেল ক্রসিংয়ের উভয়দিকে দড়ি বাঁধছিলেন। ট্রাক চালককে থামার জন্য সঙ্গেতও দেন। কিন্তু সেই সঙ্কেত উপেক্ষা করে ট্রাকটি ট্রেনে ধাক্কা মারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement