এক্সপ্লোর
Advertisement
উত্তোলনের সময় পড়ে গেল পতাকা, অস্বস্তিতে কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ
শ্রীনগর: কাশ্মীরে দেশের জাতীয় পতাকা তোলায় প্রায়ই বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। মাঝেমধ্যেই পাকিস্তানের পতাকা উড়তে দেখা যায় সেখানে। এবার সেই কাশ্মীরেই কিনা পতাকা বিভ্রাট! তাও আবার ভারতের ৭০ তম স্বাধীনতা দিবসের দিন খোদ মুখ্যমন্ত্রীর সামনে! ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিড়ম্বনায় পড়েন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বক্সি স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার সময় ঘটে বিপত্তি। দড়িতে টান দেওয়ার সঙ্গে সঙ্গে তা পড়ে যায় মাটিতে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে যোগ দেওয়ার পর এটাই মেহবুবার প্রথম জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান ছিল। এই অপ্রীতিকর পরিস্থিতিতে দুই নিরাপত্তারক্ষী পতাকাটি মুখ্যমন্ত্রীর সম্মানজ্ঞাপন অনুষ্ঠান পর্যন্ত হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। মেহবুবা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর পতাকার পোস্টটি পরীক্ষা করে দেখেন পুলিশ এবং আধাসামরিক বাহিনী।
পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র কুমার জানিয়েছেন, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই অনুষ্ঠানে মেহবুবা বলেন, বন্দুক কোনও সমস্যার সমাধান হতে পারে না। একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, নেহরু জমানা এবং তার পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের যে "ভুল-ত্রুটি" ছিল, অটল বিহারী বাজপেয়ী তা সংশোধনের উদ্যোগ নেন। মোদী তা আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদী মেহবুবা। তরুণ প্রজন্মকে হিংসা হানাহানি বন্ধ করতে বলেন মেহবুবা। বলেন, কাশ্মীর সুন্দর উপত্যকা। একে সিরিয়া বা আফগানিস্থানের মতো অশান্ত করে তুলো না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement