এক্সপ্লোর
সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল তৃণমূলের, দীনেশের জায়গায় সুদীপ
নয়াদিল্লি: সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল এনে কি দীনেশ ত্রিবেদী এবং কে ডি সিংহকে বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব? তৈরি হয়েছে জল্পনা। রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়।
নারদ কাণ্ড সহ নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসময় তৃণমূল শীর্ষ নেতৃত্বের বেশ দূরত্ব তৈরি হয়। বিধানসভা নির্বাচনের প্রচারে দেখাই যায়নি ব্যারাকপুরের তৃণমূল সাংসদকে।
যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের নেকনজরে আর নেই দীনেশ? সে কারণেই কি দীর্ঘদিন দিল্লির রাজনীতিতে অভ্যস্ত দীনেশ ত্রিবেদীর মেয়াদ আর না বাড়িয়ে রেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আনল তৃণমূল?
পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূল সাংসদ কে ডি সিংহ। মেয়াদ শেষ হওয়ায় তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হল মুকুল রায়কে।
কে ডি সিংহর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বর্তমান সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা দীর্ঘদিনের। কারণ, সাম্প্রতিক অতীতে তাঁকে দলের কোনও অনুষ্ঠানেই সেভাবে দেখা যায়নি। দূরত্বের কারণেই কি চেয়ারম্যান পদে কে ডি সিংহের মেয়াদ আর বাড়াল না তৃণমূল? রাজনৈতিক মহলে এই প্রশ্ন তৈরি হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হলেন অভিনেতা দেব। খাদ্য ও উপভোক্তা কমিটির সদস্য হয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁকে অবশ্য দীর্ঘদিন সংসদেই দেখা যায়নি! তৃণমূল সাংসদ তথা অভিনেতা সন্ধ্যা রায়কে বিজ্ঞানও প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিনেতা মুনমুন সেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement