এক্সপ্লোর
দেশভাগের পর পূর্ব পাকিস্তান চলে যাননি, ত্রিপুরার মুসলিমরা দেশপ্রেমিক, বললেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেইন

কুলুবারি (ত্রিপুরা): সীমানা পেরলেই বাংলাদেশ, সাবেক পূর্ব পাকিস্তান। তবুও দেশভাগের পর সেখানে চলে যাননি ত্রিপুরার মুসলিমরা। তারা দেশপ্রেমিক। বললেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেইন। সিপাহিজালা জেলায় ত্রিপুরা বিধানসভা ভোটের প্রচারে পাকিস্তানের বিভিন্ন মসজিদে নমাজ পাঠের সময় কয়েক হাজার মুসলিমের মৃত্যু হলেও ভারতে এমন একটি ঘটনাও হয়নি বলেও দাবি করেন তিনি। শাহনওয়াজ মুসলিম অধ্যুষিত বক্সানগর কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে বলেন, বিজেপি শুধু নরেন্দ্র মোদীর পার্টি নয়, শাহনওয়াজ হুসেনেরও। বিজেপি সাধারণ মানুষের দল, ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক নয়। প্রসঙ্গত, মুসলিমরা ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে ত্রিপুরার, সীমানার কাছাকাছি বসবাসকারী মুসলিমদের সীমান্তে কাটাতার বসানোর জন্য উচ্ছেদের শিকার হতে হয়েছে বা আরও নানা সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার কোনওদিন কেন্দ্রের কাছে বিষয়টি তোলেননি বলে অভিযোগ করেন শাহনওয়াজ। বিজেপিকে সাম্প্রদায়িক পার্টি তকমা দেওয়ার অভিযোগে সিপিএমের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আসলে সাম্প্রদায়িক কমিউনিস্টরাই। সাবেক সোভিয়েত ইউনিয়নে কাজাখস্তান, উজবেকিস্তানের মতো একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল। সেখানে শাসক ছিল কমিউনিস্টরা, সেখানকার মসজিদ ভেঙে দিত তারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মুসলিমরা সমর্থন করে বলেই এমন অনেক রাজ্যে বিজেপি জিতেছে যেখানে ওদের সংখ্যা উল্লেখযোগ্য। তিনি অসম, উত্তরপ্রদেশ, গুজরাত, জম্মু ও কাশ্মীরের উদাহরণ দেন এ প্রসঙ্গে। বলেন, হিন্দুরাই আমাদের সবচেয়ে ভাল বন্ধু। আমাদের মুসলিমদের ভারতে জন্ম হয়েছে বলে গর্ব হওয়া উচিত। হিন্দুদের মতো বন্ধু আর ভারতের মতো দেশ কোথাও মিলবে না। যদিও তিনি মেনে নেন, ১২৫ কোটি মানুষের দেশে দু একটা বিক্ষিপ্ত সাম্প্রদায়িক হিংসার ঘটনা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















