টিডিপি সাংসদকে টিকিট দিতে অস্বীকার, ক্ষমাপ্রার্থনা ট্রুজেট-এর
হায়দরাবাদ: টিডিপি সাংসদ দিবাকর রেড্ডিকে বিমানের টিকিট না দেওয়ার অভিযোগ উঠল ট্রুজেট নামে এক আঞ্চলিক বিমান সংস্থার বিরুদ্ধে।
গতমাসে নির্ধারিত সময়ের অনেক পরে বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে ইন্ডিগোর বিমানে উঠতে না দেওয়ায় বিশাখাপত্তনম বিমানবন্দরে হাঙ্গামা করার অভিযোগ উঠেছিল রেড্ডির বিরুদ্ধে।
চেক ইন কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে দেখে শুরু করেন হইচই। চেঁচামেচি, গালিগালাজ তো বটেই, প্রিন্টার আছড়ে ফেলেন মাটিতে। যার জেরে রেড্ডিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সবকটি ঘরোয়া বিমান সংস্থা।
যদিও, নিষিদ্ধকারী সংস্থার তালিকায় ট্রুজেট ছিল না। কিন্তু এদিন বিজয়ওয়াড়াগামী বিমানের টিকিট দিতে অস্বীকার করে ট্রুজেট। যা নিয়ে ফের উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গিয়েছে, এদিন সকালে সাংসদের এক সচিব ট্রুজেটের বিজয়ওয়াড়াগামী বিমানে টিকিট বুকিং করতে গেলে, তা নাকচ করে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মী।
বিষয়টি উড়ান সংস্থার শীর্ষ পদাধিকারীদের নজরে আসতেই তাঁরা তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেন। ক্ষমা চেয়ে নেওয়া হয় সাংসদের থেকে।
এদিকে, ইন্ডিগোকাণ্ডের পর থেকে এবার তাই আর হাঙ্গামার পথে হাঁটেননি দিবাকর। উল্টে, বিষয়টিকে খাটো করার চেষ্টা করেন।