এক্সপ্লোর
ছাদ থেকে পড়ে যাচ্ছে মেয়ে, ধরে ফেলতে গিয়ে আছড়ে পড়ল মাথায়, মৃত বাবা

ফাইল চিত্র
নাসিক: ছ’তলা থেকে পড়ে যাচ্ছে মেয়ে। বাঁচাতে মরিয়া বাবা ছুটে গিয়ে তাকে লুফে নেওয়ার চেষ্টা করলেন। হিসেবের একটু ওদিক ওদিক। কিশোরী মেয়ে সজোরে এসে পড়ল তাঁর মাথার ওপর। ঘটনাস্থলেই মারা গেলেন মহারাষ্ট্রের নাসিকের বিজয় গোধাড়ে। বিজয় ও তাঁর ১৬ বছরের মেয়ে নন্দা থাকতেন সামানগাঁও এলাকার অশ্বিনীনগর কলোনিতে। গত রাতে আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে ৬ তলা একটি আবাসনে যান তাঁরা। ছাদে দাঁড়িয়ে আচমকা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন নন্দা। নীচে ছিলেন বাবা বিজয়। সকলের চেঁচামেচিতে তিনি খেয়াল করেন, মেয়ে পড়ে যাচ্ছে। তাঁকে বাঁচাতে ছুটে এসে মেয়ের নীচে দাঁড়ান তিনি। তখনই নন্দা সজোরে এসে পড়েন তাঁর মাথার ওপর। বাবা-মেয়ে দুজনেই মারাত্মক জখম হন। নাসিক সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজয়কে মৃত বলে ঘোষণা করা হয়। নন্দার চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















