এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে চার চাকার গাড়িতে গোমাংস পাচারের অভিযোগে গ্রেফতার ২
মধ্যপ্রদেশের ২০০৪ সালের গরু-বাছুর হত্যা রোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দুজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ইন্দোর: চার চাকার গাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার দুজন। রবিবার রাতে রাজেন্দ্র নগর থানার আওতাভুক্ত কেশরবাগ এলাকা থেকে পুলিশ রামিজ (২৩) ও ইমরান গামু (২৬) নামে গোমাংস পাচারে দুই অভিযুক্তকে আটক করে বলে জানিয়েছেন ইনস্পেক্টর সুনীল শর্মা। তারা নিকটবর্তী মউ তহসিলের বাসিন্দা। দুজনের সঙ্গী তৃতীয় এক ব্যক্তি চম্পট দেয় বলে জানিয়েছে পুলিশ। ধৃত দুজনকে গোমাংস উদ্ধার হওয়ার ঘটনাস্থলে স্থানীয় জনতা মারধর করে বলে স্থানীয় মিডিয়ায় বেরনো খবর অস্বীকার করেছেন পুলিশ কর্তাটি। মধ্যপ্রদেশের ২০০৪ সালের গরু-বাছুর হত্যা রোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দুজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
শর্মা বলেন, একজন পশু-বিশেষজ্ঞ ওই গাড়ি থেকে উদ্ধার হওয়া মাংস পরীক্ষা করে তা গরু এবং মহিষের বলে জানিয়েছেন। তারা মৌয়ের একটি কসাইখানা থেকে গোমাংস পেয়েছে বলে জানিয়েছে ওই দুজন। ওদের দাবি পরীক্ষা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement