এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রের জাতীয় উদ্যান থেকে উদ্ধার ৩টি বাঘিনীর মৃতদেহ, বিষক্রিয়া বলে সন্দেহ
মহারাষ্ট্রের জাতীয় উদ্যান থেকে মিলল একটি পূর্ণবয়স্ক বাঘিনী ও দুই শাবকের মৃতদেহ। রবিবার বিকেলে তাডোবা অন্ধেরি টাইগার রিজার্ভের বাফার জোন মোহার্লি রেঞ্জ থেকে খুব কাছাকাছি মৃত অবস্থায় পাওয়া যায় এই তিনটি দেহ।
চন্দ্রপুর: মহারাষ্ট্রের জাতীয় উদ্যান থেকে মিলল একটি পূর্ণবয়স্ক বাঘিনী ও দুই শাবকের মৃতদেহ। রবিবার বিকেলে তাডোবা অন্ধেরি টাইগার রিজার্ভের বাফার জোন মোহার্লি রেঞ্জ থেকে খুব কাছাকাছি মৃত অবস্থায় পাওয়া যায় এই তিনটি দেহ।
বনদপ্তর সূত্রে অনুমান, ওই বাঘিনীদের দলে ছিল আরও একটি শাবক। কিছুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। সম্ভবত তাকে খুঁজতে গিয়েই মৃত্যু হয় ওই ৩টি বাঘের। দুটি শাবকের বয়স আন্দাজ ১ বছর হবে। তিনটি মৃতদেহ খুব কাছাকাছি পড়েছিল। তাই বাদ দেওয়া যাচ্ছে না বিষক্রিয়ার সম্ভবনাও।
তবে এই বাঘগুলিকে চোরাশিকারীরা হত্যা করেননি বলেই অনুমান করছে বনদপ্তর। তার কারণ ওই বাঘেদের শরীরের কোনও অংশ কেটে নেওয়া হয়নি। সম্ভবত কোনওভাবে বিষক্রিয়া হয়ে গিয়েছিল মোহার্লি রেঞ্জের একটি জলাধারে। সেই জলই খেয়ে ফেলে ৩টি বাঘ। ওই জলাশয়ের ধার থেকেই উদ্ধার হয় তিনটি মৃতদেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement