এক্সপ্লোর
Advertisement
আইএস জঙ্গিদের হাতে লিবিয়ায় অপহৃত ২ ভারতীয়র মুক্তি
নয়াদিল্লি ও হায়দরাবাদ: গত এক বছর ধরে লিবিয়ায় পণবন্দি থাকা দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে দেশে। বৃহস্পতিবার এই কথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
এদিন ট্যুইটারে সুষমা লেখেন, আমি এটা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা গোপালকৃষ্ণ এবং তেলঙ্গনার বাসিন্দা বলরামকিষাণকে উদ্ধার করা হয়েছে। তাঁরা ২০১৫ সালের ২৯ জুলাই থেকে লিবিয়ায় পণবন্দি ছিলেন।
জানা গিয়েছে, ওই দুই ভারতীয় লিবিয়ার সির্তে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গত বছর তাঁদের অপহরণ করে আইএস জঙ্গিরা।
এদিকে, মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুই ভারতীয়র পরিবার। এখন সেখানে খুশির হাওয়া। বলরামকিষাণের স্ত্রী শ্রীদেবী জানান, গতকাল মধ্যরাতে বিদেশমন্ত্রক, লিবিয়া প্রশাসন এবং অন্যান্য সূত্র মারফত জানতে পারি যে, ওকে মুক্ত করা হয়েছে। একইসঙ্গে গোপালকৃষ্ণকেও মুক্তি দিয়েছে।
তিনি বলেন, স্বামীর সঙ্গে তাঁর এদিন সকালে কয়েক সেকেন্ড কথা হয়েছে। শ্রীদেবী জানান, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেন বলরাম।
তিনি বলেন, একবছর পর আমি আমার স্বামী গলার স্বর শুনলাম। এটা ঈশ্বরের কৃপা। ও মুক্তি পেয়েছে এবং এখন বিপন্মুক্ত এটা জেনেই এখন গোটা পরিবার খুশি।
বলরামের পরিবার সেকেন্দ্রাবাদে থাকে। স্ত্রী বলেন, এখন তাঁদের একটাই প্রার্থনা। ঘরের ছেলে যেন সুস্থভাবেই ফিরে আসে। আমরা ভীষণই উদ্বেগে দিন কাটিয়েছি। এখন মানুষটা ঘরে ফিরলে শান্তি পাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement