এক্সপ্লোর
Advertisement
উরিতে গ্রেফতার জইশ-এর দুই ‘গাইড’, জানাল সেনা
শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জামুন পোস্টের কাছে পাক অধিকৃত কাশ্মীরের দুই নাগরিককে গ্রেফতার করল সেনা। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রায় পর ওই দুইজনকে পাকড়াও করা হল। সেনা জানিয়েছে, ওই দুজন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করে। উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশকারী জঙ্গিদের 'গাইড' করাই তাদের কাজ।
সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, গত বুধবার বিএসএফ ও সেনার যৌথ অভিযানে ওই দুজনকে গ্রেফতার করা হয়। জেরায় জানা গেছে, ধৃতরা পাক অধিকৃত কাশ্মীরের পোঠ্ঠা জাহাঙ্গির ও খালিয়ানা খালানের বাসিন্দা। তাদের নাম এহসান খুরশিদ ও ফয়জল হোসেন আওয়ান।
মুখপাত্র জানিয়েছেন, এই দুজনকে দুবছর আগে নিয়োগ করেছিল জইশ। উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশকারী জঙ্গিদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিল তারা। ধৃতদের জেরা করে প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিকে দেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
খবর
ক্রিকেট
Advertisement