এক্সপ্লোর
ভিসা দিয়েছিল দিল্লির পাক হাইকমিশন, ট্রেনিং নিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরে ফিরেই গ্রেফতার ২ লস্কর জঙ্গি

ফাইল চিত্র
শ্রীনগর: কাশ্মীরের বারামুলায় গ্রেফতার পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস ছড়াতে অস্ত্র প্রশিক্ষণ নিতে বৈধ ভিসা নিয়েই পাকিস্তানে গিয়েছিল তারা। অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার ঘোষিত উদ্দেশ্যেই তারা পাসপোর্ট পেয়েছিল বলে জানিয়েছেন পুলিশের জনৈক মুখপাত্র। তিন জঙ্গির নামও প্রকাশ করেন তিনি। এরা হল, ক্রীরির বাসিন্দা আবদুল মজিদ ভাট, পাট্টানের মহম্মদ আশরফ মির। মুখপাত্রটি বলেন, এই লস্কর জঙ্গিরা ওয়াগা-আত্তারি সীমান্ত পেরিয়ে ঢুকে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দলে যোগ দেওয়ার আগেই পুলিশ, সেনা ও সিআরপিএফের হাতে ধরা পড়ে দুজনে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পাকিস্তানে স্থানীয় বহু ছেলের সঙ্গে তারা ট্রেনিং নিয়েছে। ওদের বেশিরভাগই বালুচিস্তানের বাসিন্দা। ওই দলে ১০ বছরের ছেলেরাও ছিল। মুখপাত্রটি জানান, জেরায় দুই জঙ্গি এও বলেছে, ইসলামাবাদের কাছেই বার্মা টাউনে ওই ট্রেনিং ক্যাম্প বসেছিল। সেটি চালাত এক জঙ্গি কমান্ডার, যে হানজালা, আদনান, ওমর ইত্যাদি ভিন্ন সাংকেতিক নাম ব্যবহার করত। এছাড়া, ওসামা, নাভিদ, হাতাফ-এই ধরনের ছদ্মনামেও অল্পবয়সি ছেলেদের প্রশিক্ষণ দিত অন্য সন্ত্রাসবাদীরা। ওই দুই সন্ত্রাসবাদীকে নয়াদিল্লির পাকিস্তানি হাইকমিশন থেকেই পাকিস্তানি ভিসা দেওয়া হয়েছিল বলে জানান মুখপাত্রটি। তিনি বলেন, এটা উল্লেখ করা দরকার যে, গত কয়েক বছর ধরে পুলিশ এমন ধরনের বেশ কয়েকটি মডিউলের সন্ধান পেয়েছে, যারা অল্পবয়সি ছেলেদের প্রলোভন দেখিয়ে পাকিস্তানে ট্রেনিং নিয়ে সন্ত্রাসবাদে যোগ দেওয়ার জন্য টানছে। অতীতে একাধিক ছেলে গ্রেফতার হয়েছে। কয়েকজন অবশ্য এনকাউন্টারে নিহত হয়েছে। মুখপাত্রটি বলেন, বাবা-মায়েদের বলছি, ছেলেদের ওপর নজর রাখুন। বেশিদিন বাড়ির বাইরে থাকলেই পুলিশকে খবর দিন যাতে ওদের সন্ত্রাসবাদী চক্রের খপ্পরে পড়ার আগেই আটকানো যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















