এক্সপ্লোর
Advertisement
গোয়ার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে ডুবে গেলেন দুই পর্যটক
পানাজি: এই বর্ষায় তামিলনাড়ু থেকে গোয়া ঘুরতে গিয়েছিলেন বহু পর্যটক। মনোরম সৈকতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েই ঘটে গেল একাধিক মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে ডুবে মৃত্যু হল দুই পর্যটকের।
শনিবার সন্ধেবেলা কর্ণাটক এবং তামিলনাড়ু থেকে আসা মোট ৮ পর্যটক মিলে গোয়ার বাঘা বিচে গিয়েছিলেন। ওই আট পর্যটকের মধ্যে তিনজন একটি পাথরের ওপরে উঠেছিলেন সেলফি তোলার জন্যে। সেই সময়ই পিছন থেকে আচমকা একটি বড় ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নিয়ে যায়। সেই সময় দুই পর্যটক কোনওরকমে সাঁতরে বেরিয়ে আসলেও, ভেল্লোর থেকে দীনেশ কুমার রঙ্গনাথন ভেসে যান জলের তোড়ে। পরে ভেসে উঠতে দেখা যায় রঙ্গনাথনের দেহটি।
এরপর গতকাল উত্তর গোয়ার ফোর্ট আগুয়াডার কাছে সিকুইরিম বিচে মজা করছিলেন তামিলনাড়ু থেকে আসা অপর চার পর্যটক। পাথরের ওপর বসে ছবি তোলার সময় সেই দলেরও আরেক পর্যটক সমুদ্রের জলের তোড়ে ভেসে যান। সেই পর্যটকের নাম শশীকুমার ভাসান (৩৩)। ভেসে যাওয়া দুটি দেহই উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মাসেই গোয়া সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয় আগামী চার মাস যেন পর্যটকরা সমুদ্র স্নানে না নামেন। সেই সময়সীমা গত ১ জুন থেকে শুরু হয়েছে। সেই সরকারি নির্দেশিকা না শুনা মাশুল দিলেন দুই পর্যটক। বর্ষায় সমুদ্র স্নান করা বিপজ্জনক। পর্যটকদের সতর্ক করতে গোয়ার বিভিন্ন বিচে লাল পতাকা বসানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়া সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement