এক্সপ্লোর
Advertisement
গ্রাহকদের অজান্তে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এয়ারটেলের ই-কেওয়াইসি লাইসেন্স সাসপেন্ড
নয়াদিল্লি: গ্রাহকদের সম্মতি না নিয়েই আধারের মাধ্যমে ই-কেওয়াইসি পদ্ধতিতে সিম যাচাই করে পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগে ভারতী এয়ারটেল লিমিটেড ও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ই-কেওয়াইসি লাইসেন্স সাসপেন্ড করে দিল আধার প্রদানকারী সংস্থা ইউআইডিএআই। আজ এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত এয়ারটেল যেমন গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করতে পারবে না, তেমনই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্টও খোলা যাবে না।
ইউআইডিএআই-এর এই নির্দেশের পর এয়ারটেলের এক মুখপাত্র বলেছেন, ‘ইউআইডিএআই আমাদের জানিয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহক সম্পর্কিত কয়েকটি বিষয়ে আপত্তি থাকায় সাময়িকভাবে আধার বিষয়ক ই-কেওয়াইসি প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ই-কেওয়াইসি প্রক্রিয়ায় কোনও গলদ আছে কি না, সেটা খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে।’
ইউআইডিএআই সূত্রে খবর, এয়ারটেলের ২৩ লক্ষেরও বেশি গ্রাহকের অজান্তেই তাঁদের পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টগুলিতে মোট ৪৭ কোটি টাকা জমা পড়েছে। এলজিপি-র ভর্তুকির টাকাও সেই অ্যাকাউন্টে জমা হচ্ছে। গ্রাহকরা মোবাইলের সিমের সঙ্গে আধার যুক্ত করার সময়ই তাঁদের অজান্তে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতী এয়ারটেল ও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অডিটের নির্দেশ দেওয়া হয়েছে প্রাইসওয়াটারকুপার্সকে। অডিটের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement