UK Travel Rules: লন্ডন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান, স্ট্রেন-আতঙ্কের মধ্যেই চালু ভারত-ব্রিটেন উড়ান
ভারতে এরমধ্যেই ইউকে স্ট্রেনে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৮২
![UK Travel Rules: লন্ডন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান, স্ট্রেন-আতঙ্কের মধ্যেই চালু ভারত-ব্রিটেন উড়ান UK Corona New Strain India-UK Flights Resume Rising Cases Of New Covid-19 Strain Mandatory Self-Paid RT-PCR Test UK Travel Rules: লন্ডন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান, স্ট্রেন-আতঙ্কের মধ্যেই চালু ভারত-ব্রিটেন উড়ান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/08204650/aiport.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনার নতুন স্ট্রেন-আতঙ্কের মধ্যেই ব্রিটেন-ভারত উড়ান শুরু। ২৫৬ জন যাত্রীকে নিয়ে লন্ডন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান। দেশে ইউকে স্ট্রেনে আক্রান্তর সংখ্যা বেড়ে ৮২।
দেশের অসামরিক বিমান চলাচলের পরামর্শমতো এই উড়ান চালু হয়েছে বলে জানা গিয়েছে। করোনার ইউকে-স্ট্রেন আতঙ্ক ছড়াতেই গত ডিসেম্বর ইংল্যান্ডগামী ও সেদেশ থেকে আসা সকল উড়ান বাতিল করার ঘোষণা করেছিল ভারত।
এদিন ২৫৬ জন যাত্রীকে নিয়ে লন্ডন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান। এর আগে, গত পরশু ভারত থেকে একটি ফ্লাইট লন্ডনে পৌঁছয়। আগে, কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিংহ পুরী ঘোষণা করেছিলেন, ৮ তারিখ থেকে ভারত-ইংল্যান্ড বিমান পরিষেবা শুরু হবে।
যদিও, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, প্রতি বিমান সংস্থা সপ্তাহে সর্বাধিক ১৫টি ভারত-ব্রিটেন উড়ান চালাতে পারবে। মন্ত্রী জানান, ২৩ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০টি উড়ান চলাচল করবে।
চলতি মাসের গোড়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে ইংল্যান্ড থেকে ভারতে আসা সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
ইংল্যান্ড থেকে ভারতে আসলে এই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন--
৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে ইংল্যান্ড থেকে ভারতে আসা সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে বিমানবন্দরে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে য়কল যাত্রীকে অনলাইন পোর্টাল (www.newdelhiairport.in)-এ সেলফ-ডিক্লারেশন দিতে হবে।
সকল যাত্রীর আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক। সেই পরীক্ষা সর্বাধিক যাত্রার ৭২-ঘণ্টার আগে করাতে হবে। সেই রিপোর্ট (www.newdelhiairport.in)-এ আপলোড করতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)