এক্সপ্লোর
উত্তরাখণ্ডে ভেঙে পড়ল বায়ুসেনার চপার, অল্পের জন্য প্রাণরক্ষা ১৫ যাত্রীর

দেহরাদূন: উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার চপার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সেনা ও বায়ুসেনার ১৫ কর্মী। বায়ুসেনাপ পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাটসোলি হেলিপ্যাড থেকে ওই এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারে বদ্রিনাথ ও মানা পাস-এই দুই উপত্যকার মধ্যে চলাচলের মহড়া চলার সময়ই সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে কর্মীরা ছাড়াও ছিলেন সেনার ১২ গ্রেনেডিয়ার্সের কর্মীরা। তাঁরা সবাই সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় কোনও অসামরিক ক্ষয়ক্ষতিরও কোনও খবর নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন কর্নেল পর্যায়ের এক আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















