এক্সপ্লোর
সীমান্তে মিলল সুড়ঙ্গের খোঁজ, আশঙ্কা সেখান দিয়েই ভারতে ঢুকে নাগরোটায় হামলা জঙ্গিদের | Nagrota Encounter : UnderGround Tunnel
আজ আন্তর্জাতিক সীমান্তের ঠিক পাশে ৩০-৪০ মিটার দৈর্ঘ্যের যে সুড়ঙ্গের খোঁজ পান নিরাপক্ষারক্ষীরা। এই সুড়ঙ্গ দিয়েই ভারতে ঢুকে পড়ে নাগরোটা টোলপ্লাজায় জঙ্গিরা হানা চালায় বলে আশঙ্কা সেনাবাহিনীর।
![সীমান্তে মিলল সুড়ঙ্গের খোঁজ, আশঙ্কা সেখান দিয়েই ভারতে ঢুকে নাগরোটায় হামলা জঙ্গিদের | Nagrota Encounter : UnderGround Tunnel Underground Tunnel Suspected To Be Used By JeM Terrorists Detected Near Border In J&K's Samba সীমান্তে মিলল সুড়ঙ্গের খোঁজ, আশঙ্কা সেখান দিয়েই ভারতে ঢুকে নাগরোটায় হামলা জঙ্গিদের | Nagrota Encounter : UnderGround Tunnel](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/23031633/unnamed-file.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সাম্বা: জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে খোঁজ মিলল সুড়ঙ্গের। আজ আন্তর্জাতিক সীমান্তের ঠিক পাশে ৩০-৪০ মিটার দৈর্ঘ্যের যে সুড়ঙ্গের খোঁজ পান নিরাপক্ষারক্ষীরা। এই সুড়ঙ্গ দিয়েই ভারতে ঢুকে পড়ে নাগরোটা টোলপ্লাজায় জঙ্গিরা হানা চালায় বলে আশঙ্কা সেনাবাহিনীর।
জম্মু বিএসএফের আইজি এনএস জামওয়াল বলেছেন, ‘নাগরোটা এনকাউন্টারে যে জঙ্গিরা মারা গিয়েছে তারা এই সুড়ঙ্গ দিয়েই ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। এই ৩০-৪০ মিটারের সুড়ঙ্গটি নতুন তৈরি করা। তবে জঙ্গিদের এখান থেকে কেউ পথ দেখিয়ে হাইওয়ের পথে নিয়ে গিয়েছিল।’
গত সপ্তাহের বৃহস্পতিবার ভারতে ঢুকে পড়ে চারজন জইশ-ই-মহম্মদ জঙ্গি। তারা নাগরোটা টোলপ্লাজায় এক ট্রাকে করে পৌঁছলে শুরু হয় সেনার সঙ্গে গুলির লড়াই। সেনারা অবশ্য ঘণ্টা দুয়েকের গুলি বিনিময়ের শেষে ট্রাকে লুকোনো চার জঙ্গিকেই নিকেশ করে।
তদন্তে উঠে আসে মুম্বইয়ের ২৬/১১-র বর্ষপূর্তির সামনে সেই ধাঁচেই শ্রীনগরে হামলার ছক কষেছিল জঙ্গিরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১১টি একে ৪৭। পাওয়া যায় অত্যাধুনিক ডিজিটাল মোবাইল রেডিও। পাকিস্তানি সিম কার্ড ও সেদেশের সঙ্গে যোগাযোগের বেশ কিছু সাংকেতিক চিহ্নও পাওয়া যায়। যা ধরে তদন্ত এগিয়েই এই সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেনাবাহিনী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)