এক্সপ্লোর
Advertisement
বিহারে দলিতের জমি হাতানোর অভিযোগ, নাম জড়াল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের
পটনা: বিহারে এক দলিত ব্যক্তির জমি হাতানোর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ সহ ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর করা হল। এ মাসের ২ তারিখ বিশেষ তফশিলি জাতি-উপজাতি আদালতের নির্দেশে এই এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন পটনার দানাপুর থানার স্টেশন হাউস অফিসার সন্দীপ কুমার সিংহ।
বিহারের নওয়াদার সাংসদ গিরিরাজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। তাঁর এবং অন্যান্যদের বিরুদ্ধে ২ একরেরও বেশি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হন রাম নারায়ণ প্রসাদ নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশকে ফৌজদারি দণ্ডবিধির ১৫৬ (৩) ধারায় মামলা দায়ের করার নির্দেশ দেয় আদালত। ভারতীয় দণ্ডবিধি এবং তফশিলি জাতি-উপজাতি আইনের বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জোটসঙ্গী বিজেপি সাংসদ গিরিরাজের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি ট্যুইট করে বলেছেন, ‘নীতীশ কুমার জি, আপনার প্রিয় বন্ধু গিরিরাজ সিংহ দলিতদের তিন এক জমি হাতিয়ে নিয়েছেন। আপনার বিবেক ও নৈতিকতা জাগ্রত করুন এবং রাজভবনে ছুটে গিয়ে পদত্যাগপত্র জমা দিন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement