এক্সপ্লোর
Advertisement
তিন তালাক, নিকাহ হালালার বিরুদ্ধে সরব হয়েছেন, ইসলাম থেকে বহিষ্কৃত করা হবে কেন্দ্রীয় মন্ত্রী নাকভির বোনকে, হুমকি এই মৌলবীর
নয়াদিল্লি: তিন তালাক প্রথার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেছেন তাঁরা। তাই ইসলাম থেকেই তাঁদের বহিষ্কৃত করার হুমকি দিলেন বেরিলির এক নাম করা মৌলবী। আর কাউকে নয়, এই হুমকি তিনি দিয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির বোন ফারহাত নাকভি ও নিদা খান নামে আর একজনকে।
শুক্রবারের নমাজের পর মৌলবী মুফতি খুরশিদ আলম বলেছেন, ফারহাত ও নিদা তিন তালাক, নিকাহ হালালা ও পুরুষদের বহু বিবাহের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাই তাঁদের ইসলাম থেকে বহিষ্কৃত করা হবে। নিদা ও ফারহাত মুসলমান মেয়েদের ন্যায় বিচার মেলা সংক্রান্ত দুটি আলাদা প্রতিষ্ঠান চালান, বহুবার মৌলবীদের হুমকির শিকার হয়েছেন তাঁরা।
নিদা বিখ্যাত আলা হজরত পরিবারের পুত্রবধূ। তাঁর কাজের জন্য শ্বশুরবাড়ির লোক তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ করে নিদা বলেছেন, ওই পরিবারে ১৪টি তিন তালাকের ঘটনা ঘটেছে। তাঁর প্রশ্ন, এই ধরনের মৌলবীরা কোথায় থাকেন, যখন মুসলিম মেয়েরা তিন তালাক, বহুবিবাহ ও নিকাহ হালালার মত প্রথার শিকার হয়!
তাঁর বক্তব্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয় ব্রিটিশ আমলে, তাদের মুসলমানদের ওপর নির্দেশ চাপিয়ে দেওয়ার কোনও অধিকার নেই। মেয়েদের জন্য তাঁর লড়াই চলবে জানিয়ে তিনি বলেছেন, ইসলামের ওপর কারও কপিরাইট নেই, মুসলিম পার্সোনাল ল বোর্ডের কথা শুনতে বাধ্য নন তাঁরা।
মহিলাদের ওপর নির্যাতন আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেশের সংবিধান অধিকার দিয়েছে মেয়েদের। বলেছেন নিদা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement