এক্সপ্লোর
Advertisement
উন্নাও : 'তিন সন্তানের জননীকে কে ধর্ষণ করবে?' অভিযুক্ত কুলদীপের পাশে দাঁড়িয়ে নির্লজ্জ মন্তব্য বিজেপি বিধায়কের
উন্নাও: উন্নাও ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিংহ সেনগারের সমর্থনে বিজেপি বিধায়কদের একের পর এক নির্লজ্জ মন্তব্য সামনে আসছে। সেনগার ও তাঁর ভাইয়েরা ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ চূড়ান্ত অশ্লীল ও ভয়ানক মন্তব্য করলেন। তিনি বলেছেন, 'তিন সন্তানের জননীকে কে ধর্ষণ করবে?'
সংবাদমাধ্যমে তাঁর যে বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে তাঁকে তাঁর নিজস্ব ধারনা জানাতে দেখা গিয়েছে। সুরেন্দ্র সিংহ দাবি করেছেন, 'এটা মনস্তাত্ত্বিক দিক থেকে অসম্ভব'। তিনি আরও দাবি করেছেন, কুলদীপ সেনগার নির্দোষ এবং তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। তবে স্বীকার করে নিয়েছেন যে, সেনগারের ভাই হয়ত নির্যাতিতার বাবাকে মারধর করেও থাকতে পারেন। উন্নাও গণধর্ষণের ঘটনার তদন্তভার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। যোগীর বাসভবনের সামনে নির্যাতিতা তরুণীর আত্মহত্যার চেষ্টার পর পুরো ঘটনা সামনে আসে। এর কয়েকদিনের মধ্যেই পুলিশ হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। পুরো ঘটনায় তীব্র অস্বস্তির মুখে পড়ে যোগী সরকার। শেষপর্যন্ত প্রবল চাপের মুখে পুলিশ অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।I am speaking from psychological point of view, no one can rape a mother of 3 children. It is not possible, this is a conspiracy against him(Kuldeep Sengar).Yes maybe her father was thrashed by some people but I refuse to believe rape charge: BJP Bairia MLA Surendra Singh #Unnao pic.twitter.com/NjXCOpOHG4
— ANI UP (@ANINewsUP) April 11, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement