উত্তরপ্রদেশ দ্বিতীয় দফায় ৬৫ শতাংশ, উত্তরাখণ্ডে ৬৮ শতাংশ ভোট পড়ল
লখনউ: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটের পাশাপাশি উত্তরাখণ্ডেও হয়ে গেল বিধানসভা ভোট। বুধবার দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের ৬৭টি বিধানসভা আসনে ভোট হয়। ভোট পড়েছে ৬৫ শতাংশ। অন্যদিকে, উত্তরাখণ্ডের ৭০টির মধ্যে ৬৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৬৮ শতাংশ। গত বারের চেয়ে ২ শতাংশ বেশি। উত্তরাখণ্ডে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। হরিশ রাওয়াতের সামনে বড় চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখা। অন্যদিকে বিজেপি মরিয়া, কংগ্রেসকে হারিয়ে দেবভূমির দখল ছিনিয়ে নিতে। এদিকে, উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটের দিনই, তৃতীয় দফার জন্যও জোরদার নির্বাচনী প্রচার চলল দিনভর। লখনউ ক্যান্টনমেন্ট আসন সমাজবাদী পার্টি প্রার্থী করেছে মুলায়মের আরেক ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণাকে। বুধবার তাঁর হয়ে প্রচার করলেন অখিলেশের স্ত্রী ডিম্পল। যাদব পরিবারের দুই পুত্রবধূর এই প্রচার সবার নজড় কেড়েছে। কারণ, মুলায়ম পরিবারে দ্বন্দ্বের জেরে সৎ ভাই প্রতীকের স্ত্রীর হয়ে অখিলেশ নিজে প্রচার করবেন কি না, কিংবা স্ত্রী ডিম্পলকেও নামাবেন কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই! কিন্তু, যাবতীয় জল্পনায় জল ঢেলে জায়ের হয়ে ভোট চাইলেন ডিম্পল। ডিম্পল যখন অপর্ণার হয়ে প্রচার করছেন, তখন, অপর্ণার স্বামী তথা মুলায়মের ছেলে প্রতীকের পাঁচ কোটি টাকার ল্যাম্বোরঘিনি নিয়ে বুধবারই নাম না করে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন। বাকি আর পাঁচ দফা। ফল ঘোষণা ১১ মার্চ।