এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কাশী বিশ্বনাথ মন্দির, কৃষ্ণ জন্মভূমি ও একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার 'হুমকি' লস্করের, উত্তরপ্রদেশে অ্যালার্ট
লখনউ: কাশী বিশ্বনাথ মন্দির, কৃষ্ণ জন্মভূমি সহ একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লস্কর-ই-তৈবা চিঠি পাঠিয়েছে বলে জানিয়ে রাজ্যব্যাপী অ্যালার্ট জারি করল উত্তরপ্রদেশ পুলিশ। সম্ভবত, লস্করের এরিয়া 'কমান্ডার' মৌলানা আম্বু শেখ গত মাসে নর্দার্ন রেলওয়েকে ওই চিঠি পাঠায় বলে জানান জনৈক শীর্ষ পুলিশকর্তা।
গত ২৯ মে চিঠিটি নয়াদিল্লির নর্দার্ন রেলওয়ে দপ্তরে আসা চিঠিতে সাহারানপুর, হাপুর ও আরও স্টেশন নাশকতা ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে।
এডিজিপি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার বলেন, ফিরোজপুরের ডিআরএম চিঠি গ্রহণ করেছেন। তাতে উত্তরপ্রদেশ ছাড়াও হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানে নাশকতার হুমকিও দেওয়া হয়েছে।
তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, যদিও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গোটা রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানান তিনি।
একইসঙ্গে তিনি এও জানান, গোয়েন্দা সংস্থাগুলির কাছে আম্বু শেখ নামে কোনও লস্কর কমান্ডারের ব্যাপারে তথ্য নেই। হতে পারে, কেউ এমন নাম দিয়ে তামাশা করছে।
তবে চিঠিতে ৮-১০ জুনের মধ্যে মথুরার কৃষ্ণ জন্মভূমি ও বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে বিস্ফোরণের হুমকি থাকায় প্রশাসন নিরাপত্তার ত্রুটি রাখতে চাইছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement