বিয়ার বার উদ্বোধন করে বিতর্কে উত্তরপ্রদেশের মন্ত্রী স্বাতী সিংহ
লখনউ: মহিলা মন্ত্রী উদ্বোধন করছেন বিয়ার বার! তাও আবার সেই যোগী আদিত্যনাথের রাজ্যে, যেখানে সম্প্রতি মহিলাদেরকেই দেখা গিয়েছে মদসেবনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে! এই ঘটনার জেরে তুমুল বিতর্ক উত্তরপ্রদেশে।
খবরে প্রকাশ, লখনউয়ের সরোজিনী নগরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বাতী সিংহ গত ২০ তারিখ তাঁর বন্ধুর মালিকানাধীন একটি বিয়ার বারের উদ্বোধন করেন।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে এবং তুমুল হইচই শুরু হয়। সেখানে স্বাতীকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়।
সম্প্রতি, মদসেবনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মহিলাদের। কিছুদিন আগেই, মথুরা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মহিলারা মদের দোকানে ভাঙচুর চালান। রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিও তোলেন তাঁরা দাবি।
আর এসবের মধ্যেই সেই রাজ্যের মহিলা মন্ত্রী বিয়ার বারের উদ্বোধন করছেন, এটা আদিত্যনাথ প্রশাসনের সামনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দয়াশঙ্কর সিংহের স্ত্রী হলেন স্বাতী। গত বছর একটি জনসভায় বিএসপি সুপ্রিমো মায়াবতীর বিরুদ্ধে আপত্তিজনক ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় দয়াশঙ্করকে।
যদিও, পরে গত বিধানসভা নির্বাচনের আগে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। প্রার্থী করা হয় তাঁর স্ত্রী স্বাতীকে।