এক্সপ্লোর
বদলা চাই, নইলে আমার আর কোনও ছেলে সেনায় যাবে না, কেন্দ্রকে উরির শহিদের বাবা

রাঁচি: উরি সন্ত্রাসে প্রাণ হারিয়েছে ছেলে। ক্ষিপ্ত, শোকে উন্মাদপ্রায় বাবা জানিয়ে দিলেন, ভারত সরকার যদি উরির বদলা না নেয়, তবে তাঁর আর কোনও ছেলেকে সেনাবাহিনীতে যেতে দেবেন না তিনি। হ্যাঁ, এমনটাই বলেছেন ঝাড়খণ্ডের শহিদ সেনাকর্মী নায়েক এস কে বিদ্যার্থীর বাবা। মথুরা যাদবের পরিষ্কার কথা, পাকিস্তানকে চরম শাস্তি দিতেই হবে। যদি সরকার হাত গুটিয়ে চুপচাপ বসে থাকে, তবে তাঁর আর কোনও ছেলের সেনাবাহিনীর চাকরির দরকার নেই। তাঁদের কাউকে সেনায় যেতে দেবেন না তিনি। শহিদ জওয়ানের মেয়ে আরতি অবশ্য বলেছে, বাবার পদাঙ্ক অনুসরণ করে সে সেনাতেই যোগ দিতে চায়। বাবার আচমকা মৃত্যুতে শোকার্ত অথচ গর্বিত মেয়েটি জানিয়েছে, তার ইচ্ছে ছিল, আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করবে। কিন্তু এভাবে বাবা চলে যাওয়ায় জানে না, সে ইচ্ছে সফল হবে কিনা। কিন্তু সুযোগ পেলে অবশ্যই সেনাবাহিনীতে যোগ দেবে সে। একইসঙ্গে কেন্দ্রকে তার অনুরোধ, পাকিস্তানকে উরি হামলার মুখের মত জবাব দেওয়া হোক। বাবার জন্য সে গর্বিত, কারণ তিনি মারা যাননি, নিজেকে বলি দিয়েছেন দেশের জন্য। আরতির বাবা, শহিদ এস কে বিদ্যার্থী ১৯৯৯-এ সেনায় যোগ দেন। আরতি ছাড়াও ৩ সন্তানকে রেখে গিয়েছেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার প্রথমে জানান, ওই অঞ্চল থেকে উরি সন্ত্রাসে শহিদ ৩ জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পরে তা বাড়িয়ে করা হয়েছে পরিবারপিছু ১১ লাখ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















