এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের মানুষ মহাজোটবন্ধন চায় না, বিরোধী জোটের সম্ভাবনা উড়িয়ে জানালেন মুলায়ম
লখনউ: ২০১৯-এ বিজেপিকে ঠেকাতে অখিলেশ যাদব যতই বিরোধীদের মহাজোটের স্বপ্ন দেখুন, তাতে গা ভাসাতে একেবারেই রাজি নন তাঁর বাবা মুলায়ম সিংহ যাদব। সমাজবাদী পার্টি কোনও জোটে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
অল্পদিন আগে অখিলেশ বলেছেন, বিজেপিকে ঠেকাতে বিরোধী জোট চান তিনি। উত্তরপ্রদেশের রাজনীতিতে এসপির ঘোষিত শত্রু বিএসপি নেত্রী মায়াবতীও বলেছেন একই কথা। কিন্তু জোটের স্বপ্নে ঠান্ডা জল ঢেলে মুলায়ম জানিয়ে দিয়েছেন, এসপি একাই লড়বে, কোনও দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন নেই। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের মানুষ মহাজোটবন্ধন চায় না।
উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিশ্রী হেরেছে এসপি। ৪০৩টির মধ্যে ৩২৫টিই গিয়েছে বিজেপি জোটের দখলে। অথচ এসপি-কংগ্রেস ও বিএসপি-৩ পার্টি মিলে পেয়েছে মাত্র ৭৩টি আসন। মুলায়ম প্রথম থেকেই এই জোটের ঘোরতর বিরোধী ছিলেন, এ নিয়ে ছেলের সঙ্গে তাঁর তুমুল অশান্তিও হয়। ভোটের ফল বার হওয়ার পর অসন্তোষ গোপন রাখেননি তিনি।
কিন্তু দমে না গিয়ে অখিলেশ এখনও জোটেই আস্থা রাখছেন। তাঁর ভরসা, ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিরোধীদের মহাজোট করতে পারলে বিজেপির জয়রথ ঠেকানো যাবে, আর সেই জোটে বড় ভূমিকা থাকবে এসপির।
কিন্তু মুলায়ম তাঁর আপত্তি জানিয়ে দেওয়ার পর জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement