এক্সপ্লোর
Advertisement
১৫০ জনের টিকিট কাটা নিয়ে আতঙ্কে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদদের একাংশ, পা বাড়িয়ে বিএসপি-র দিকে?
লখনউ: আগামী লোকসভা নির্বাচনে দলের প্রায় দেড়শ সাংসদকে বিজেপি টিকিট নাও দিতে পারে। এ খবর জানার পর রীতিমতো অনিশ্চয়তায় পড়ে গিয়েছেন বিজেপি সাংসদদের অনেকেই। উত্তরপ্রদেশের বেশ কয়েকজন বিজেপি সাংসদ মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে যাওয়ার সুযোগ খুঁজছেন। গত লোকসভা নির্বাচনে বিএসপি একটি আসনও পায়নি। জানা গেছে, বিজেপির কয়েকজন সাংসদ ইতিমধ্যেই বিএসপি-র টিকিট পাওয়ার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে পাঁচ সাংসদ বিএসপি-র এক ক্ষমতাশালী নেতার র সঙ্গে দিল্লিতে দেখাও করেছেন। বিজেপি-র তিন সাংসদ বিএসপি-র এক রাজ্যসভা সদস্যের কাছে তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য মায়াবতীই নেবেন।
উত্তরপ্রদেশে বিএসপি ও সমাজবাদী পার্টি-র জোটের সম্ভাবনার পরই বেশ কয়েকজন বিজেপি সাংসদের রাতের ঘুম উড়ে গিয়েছে বলেও খবর। তাঁরা মনে করছেন, ওই দুই দল হাত মেলানোয় তাঁদের বিজেপিতে যাকার আশাও শেষ হয়ে যাবে। এক বা দুইজন নয়, এ ধরনের সাংসদের সংখ্যাটা প্রায় ১৩ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই অওধ এলাকার।তাঁদের মধ্যে একজন মোদী সরকারের মন্ত্রী।
পূর্বাঞ্চলের দুই সাংসদও বিএসপি-র টিকিট পাওয়ার চেষ্টায় রয়েছেন। বিজেপি ছেড়ে যাওয়ার পথে পা বাড়িয়ে রেখেছেন, এমন দুই সাংসদ রয়েছেন, যাঁরা আগে বিএসপি-তেই ছিলেন। বিজেপির দুই সাংসদ ধারাবাহিকভাবেই দলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের মধ্যে একজন সংরক্ষণ নিয়ে সভা পর্যন্ত করে ফেলেছেন। যদিও বিএসপি-র এক শীর্ষ নেতা সাফ বলেছেন, ওই সাংসদকে দলে নেওয়ার কোনও আগ্রহই তাঁদের নেই।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের এলাকার এক বিজেপি সাংসদও বিএসপি-র দিকে পা বাড়িয়ে রয়েছেন। একটা সময় তিনি বিএসপি-তেই ছিলেন। বিএসপি-র নেতাদের সঙ্গে তাঁর দুই দফা আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। দু সপ্তাহ আগে দিল্লিতে মায়াবতীর বাসভবনে বিএসপি নেতাদের বৈঠক হয়েছিল। এই বৈঠকে বিজেপি ছাড়তে আগ্রহী সাংসদদের নিয়ে আলোচনা হয়েছিল। তবে এখনই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে বিএসপি-র ওই বৈঠকে স্থির হয়েছে।
দলের কোঅর্ডিনেটরদের বলে দেওয়া হয়েছে যে, বিজেপি ছাড়তে ইচ্ছুক সাংসদদের এখনও কোনও প্রতিশ্রুতি দেওয়া যাবে না। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ৮০ আসনের মধ্যে বিজেপি ৭১ এবং শরিক আপনা দল ২ টি আসনে জয়ী হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement