এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ডে শেষ আস্থা ভোট, সম্ভাব্য জয়ী হরিশ রাওয়াত
নৈনিতাল: আস্থা ভোটে জিতে সম্ভবত হরিশ রাওয়াতই উত্তরাখণ্ডের তখতে ফিরলেন। জানা গেছে, আস্থা ভোটে ৩৪ বিধায়কের ভোট পেয়েছে কংগ্রেস, উল্টোদিকে বিজেপি পেয়েছে মাত্র ২৮টি ভোট। ভোটের ফল মুখ বন্ধ খামে করে জমা পড়েছে সুপ্রিম কোর্টে, বুধবার শীর্ষ আদালত সরকারিভাবে ফল ঘোষণা করবে। তবে হরিশ রাওয়াত বুঝিয়ে দিয়েছেন, ভোটে জিতেছেন তাঁরাই। জয়ের জন্য উত্তরাখণ্ডের মানুষ ও ঈশ্বরদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে টানটান উত্তেজনার মধ্যে হয় এদিনের আস্থা ভোট। সকালে এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লেখান, উল্টোদিকে এক বিজেপি বিধায়ক ঘোষণা করেন, কংগ্রেসকে ভোট দেবেন তিনি। তবে বিএসপির দুই বিধায়ক কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করায় স্পষ্ট হয়ে যায়, ভোটে জিতছে কংগ্রেসই। বিএসপি সুপ্রিমো মায়াবতী মন্তব্য করেন, 'সাম্প্রদায়িক শক্তি'-কে হার মানানোর লক্ষেই তাঁর এভাবে কংগ্রেসের হাত ধরা।
এর আগে সোমবার প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট ৯ বিদ্রোহী বিধায়কের ভোটদানে যোগ দেওয়ার আবেদন খারিজ করে দেওয়ায় সংখ্যার দিক থেকে কিছুটা স্বস্তিজনক জায়গায় চলে যায় অপসারিত রাওয়াত সরকার। উত্তরাখণ্ড বিধানসভায় সদস্যসংখ্যা ৭০। কিন্তু ন’জন বিধায়ক ভোটাভুটিতে যোগ দিতে না পারায় সদস্যসংখ্যা কমে দাঁড়ায় ৬১-তে। অর্থাৎ জয়ের জন্য দরকার ছিল ৩১জনের ভোট। সেখানে ৩৪জনের ভোট পেয়ে সম্ভবত রাওয়াতই শেষ হাসি হাসলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement