এক্সপ্লোর
Advertisement
ভ্যালেন্টাইন’স ডে-তে যুগলদের হুমকি, আটক বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের কর্মীরা
আমদাবাদ: ভ্যালেন্টাইন’স ডে-তে সরবমতী রিভারফ্রন্টে জমায়েত হওয়া যুগলদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের ১০ জন কর্মীকে আটক করা হল। সবরমতী থানার ইন্সপেক্টর এস জে বালোচ বলেছেন, ‘বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীদের তাণ্ডবের খবর পেয়ে আমরা সেখানে যাই। কয়েকজনকে আটক করা হয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সেখানে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে তোলা ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পতাকা ও লাঠি হাতে কয়েকজন যুগলদের হুমকি দিচ্ছে। তারা যুগলদের তাড়াও করছে। তাদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যুগলরা সেখান থেকে পালাচ্ছেন।
বিশ্বহিন্দু পরিষদ অবশ্য যুগলদের হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে। এই সংগঠনের নেতা হেমেন্দ্র ত্রিবেদী বলেছেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী ভিএইচপি ও বজরং দলের সদস্যরা আজ রিভারফ্রন্টে বিক্ষোভ দেখান। আমরা যুগলদের চলে যেতে বলি। আমরা কাউকে আক্রমণ করিনি। আমাদের কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। আমরা ভ্যালেন্টাইন’স ডে পালনের বিরোধী, কারণ এটা ভারতীয় সংস্কৃতি নয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement